Skip to main content
ইপসা জাতিসংঘের ”ইকোনোমিক এন্ড সোস্যাল কাউন্সিল” এর স্পেশাল কন্সালটেটিভ স্টাটাস প্রাপ্ত একটি সংগঠন

সীতাকুণ্ডে প্রতিবন্ধী সম্মেলন উদ্বোধন

সীতাকুণ্ডে প্রতিবন্ধী সম্মেলন উদ্বোধন

সীতাকুণ্ডে ৪০টি প্রতিবন্ধী স্ব-নির্ভর সংগঠনসমূহের ৮ম সম্মিলন অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে।  প্রতিবন্ধী সংগঠন (ফেডারেশন অব ডিপিও, সীতাকুণ্ড) এর আয়োজনে, ইপসা এবং পিকেএসএফ এর সহায়তায় বেলুন উড়িয়ে সম্মিলনের শুভ উদ্বোধন করেন প্রখ্যাত অর্থনীতিবিদ ও পল্লী কর্ম-সহায়ক ফাইন্ডেশন (পিকেএসএফ) এর সভাপতি অনুষ্ঠানের প্রধান অতিথি ড. কাজী খলীকুলজ্জমান আহমদ।

ইপসা মানব সম্পদ কার্যালয়ে অনুষ্ঠিত এবং বাবুল দেবনাথ এর সভপাতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, পিকে এস এফ এর উপ-ব্যবস্থাপক (প্রশাসন) ড. মো: জসীম উদ্দিন,উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম ভূইয়া ,মুক্তিযোদ্ধা সংগঠক ডাঃ এখলাস উদ্দীন, ইউনিয়ন চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামী, টীম লিডার সমৃদ্ধি কর্মসূচি ও মহা ব্যবস্থাপক পিকেএসএফ এর মোঃ মসিউর রহমান,ইপসার পরিচালক(ফিনান্স)পলাশ চৌধুরী, ইপসা পরিচালক (অর্থনীতি) মোঃ মনজুর মোরশেদ চৌধুরী।

8th annual convention of disable people organizations

আলোচনা সভার শুরুতে ইপসার পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইপসা প্রধান নিবার্হী মোঃ আরিফুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফেডারেশন অব ডিপিও সাধারন সম্পাদক মোঃ সামশুল আলম বাবুল। এতে আরো বক্তব্য রাখেন ইপসা প্রোগ্রাম ম্যানেজার ভাস্কর ভট্টাচার্য্য, সফল প্রতিবন্ধী উদ্যোক্তা নুর জাহান, মো: নুর নবী ও জেসমিন আক্তার।

Persons with disability come from different places at the convention

দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান রেডিও পার্টনার হিসেবে রেডিও সাগর গিরি এফ এম ৯৯.২ সরাসরি সম্প্রচার করেন। সম্মেলনে প্রধান অতিথি ৯ জন সফল প্রতিবন্ধী উদ্যোক্তাকে আর্থিক অনুদান প্রদান করেন এবং ইপসা প্রধান অতিথিকে জিরো প্রজেক্ট এওয়ার্ড ২০১৭ এর সনদ হস্তান্তর করেন।

Handover the memo of Zero Project award

ইপসার প্রোগ্রাম ম্যানেজার সাঈদ আক্তার ও প্রোগ্রাম অফিসার ফারহানা ইদ্রিস এর সঞ্চলনায় এতে প্রায় সহ¯্রাধিক প্রতিবন্ধী ব্যক্তি সম্মেলন অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন। প্রধান অতিথি ড. কাজী খলীকুলজ্জমান আহমদ এসময় সীতাকু-ে ইপসার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম. বসত বাড়ীতে সবজি চাষ, সমুদ্ধি কেন্দ্র উদ্বোধন, বৈকালিক পাঠদান কেন্দ্র, জলবায়ু স্থানচ্যুত পরিবারের পূর্নবাসন পরিদর্শন ও সৈয়দপুর ইউনিয়ন প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহন করার পর চন্দ্রনাথ পাহাড়ও পরিদর্শন করেন তিনি। সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।