Skip to main content
ইপসা জাতিসংঘের ”ইকোনোমিক এন্ড সোস্যাল কাউন্সিল” এর স্পেশাল কন্সালটেটিভ স্টাটাস প্রাপ্ত একটি সংগঠন

পিকেএসএফ চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামানের ইপসার জলবায়ু স্থানচ্যুত মানুষের পুনবার্সন কার্যক্রম পরিদর্শন

Dr. Qazi Kholiquzzaman Ahmad visits climate displaced families relocated by YPSA

পল্লী কর্ম সহায়কফাউন্ডেশন (পিকেএসএফ)- এর চেয়ারম্যান ও বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ নেগোসিয়েশন টিমের সমন্বয়কারী, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলিকুজ্জামান গত ২০ মার্চ, ২০১৭ ইং বেসরকারী উন্নয়ন সংস্থা ইপসার সীতাকুন্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নে জলবায়ু স্থানচ্যুত মানুষের জন্য নির্মিত পুনবার্সন প্রকল্পপরিদর্শন করেন।

পরিদর্শনের সময় তিনি পুনবার্সিত পরিবারদের সাথে কথা বলেন এবংগুচ্ছগ্রাম ও আশ্রয়ন প্রকল্পের ধারণার বিপরীতে জনবসতির অভ্যন্তরেই এই পুনর্বাসন কার্যক্রমকে একটি ব্যতিক্রমী প্রকল্প বলে অভিহিত করেন তিনি এবং ভবিষ্যতের মডেল হিসেবে সমগ্র দেশে সফল ভাবে বাস্তবায়িত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শনকালীন তার সাথে ছিলেন ড. জসীমউদ্দিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক, পিকেএসএফ; সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব তাজুলইসলাম নিজামী, ইপসার প্রধান নির্বাহী মোহাম্মদ আরিফুর রহমান, ইপসার পরিচালক পলাশ চৌধুরী, উপ-পরিচালক মোহাম্মদ শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।