Skip to main content
ইপসা জাতিসংঘের ”ইকোনোমিক এন্ড সোস্যাল কাউন্সিল” এর স্পেশাল কন্সালটেটিভ স্টাটাস প্রাপ্ত একটি সংগঠন

উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে নেতৃত্ব বিকাশ ও উন্নয়ন” শীর্ষক প্রশিক্ষণ সম্পন্ন

উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে নেতৃত্ব বিকাশ ও উন্নয়ন” শীর্ষক প্রশিক্ষণ সম্পন্ন

ইপসা সিভিক কনসোর্টিয়ামের সহযোগি সংস্থা জাগো নারী উন্নযন সংস্থা (জেনাস)’র উদ্যোগে ”উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে নেতৃত্ব বিকাশ ও উন্নয়ন” শীর্ষক প্রশিক্ষণ কক্সবাজার জেলার রামু উপজেলার রশিদনগর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় গত ৩১ জুলাই ২০১৭ তারিখে। ইপসা সিভিক কনসোটিয়ামের টীম লিডার খালেদা বেগমের নেতৃত্বে কনসোর্টিয়াম ম্যানেজমেন্ট ইউনিট -সিএমইউ টীম উক্ত প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।