Skip to main content
ইপসা জাতিসংঘের ”ইকোনোমিক এন্ড সোস্যাল কাউন্সিল” এর স্পেশাল কন্সালটেটিভ স্টাটাস প্রাপ্ত একটি সংগঠন

বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য নারী বান্ধব কেন্দ্র স্থাপন

বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য নারী বান্ধব কেন্দ্র স্থাপন করেছে ইপসা

মিয়ানমারের রাখাইনে সহিংসতার কারনে বলপূর্বক বাস্তুচ্যুত মানুষের অর্ধকের বেশী নারী । এসব নারীর অনেকেই ধর্ষণসহ নানা ধরনের মারাত্মক শারীরিক ও মানষিক নির্যাতনের শিকার। নির্যাতনের শিকার এসব নারীদের জরুরি ভিত্তিতে মনোসামাজিক সহায়তা প্রয়োজন। এসব নির্যাতিত নারীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য ইপসা এ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় একটি নারী বান্ধব কেন্দ্র স্থাপন করেছে। এ কেন্দ্রের মাধ্যমে নির্যাতিত রোহিঙ্গা নারীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা, মনো-সামাজিক সহায়তা, মাতৃত্বকালীন বিভিন্ন পরামর্শ ও রেফালেল সেবা দেয়া হয়।