Skip to main content
ইপসা জাতিসংঘের ”ইকোনোমিক এন্ড সোস্যাল কাউন্সিল” এর স্পেশাল কন্সালটেটিভ স্টাটাস প্রাপ্ত একটি সংগঠন

৮৫০০ রোহিঙ্গা পরিবারের মাঝে ইপসা’র খাদ্য সহায়তা

৮৫০০ রোহিঙ্গা পরিবারের মাঝে ইপসা'র খাদ্য সহায়তা

ইপসা কক্সবাজারের উখিয়ায় আশ্রয়হীন ও বিতারিত রোহিঙ্গাদের মাঝে খাদ্য সহায়তা প্রদান শুরু করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর সহায়তায়।  প্রতি প্যাকেজে রয়েছে ৪ কেজি ডাল, ২ কেজি তেল,১ কেজি লবণ এবং ১ কেজি চিনি।  উখিয়া উপজেলার রাজাপালং ও পালংখালী ইউনিয়নের ৬ টি পয়েন্টের ৮৫০০ পরিবারের মধ্যে গত ৭ অক্টোবর ২০১৭ থেকে ১২ অক্টোবর ২০১৭ তারিখে প্রথম দফায় ইপসা খাদ্য সহায়তা প্রদান করে। আগামী সপ্তাহ থেকে দ্বিতীয়বারের মতো আবারো ইপসা ৮৫০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করবে।

Beneficiaries are standing in a queueBannerRegistering beneficiariesBeneficiaries are standing in a queueBeneficiaries received food

Beneficiaries received food

An old men is happy to receive food

YPSA team