Skip to main content
ইপসা জাতিসংঘের ”ইকোনোমিক এন্ড সোস্যাল কাউন্সিল” এর স্পেশাল কন্সালটেটিভ স্টাটাস প্রাপ্ত একটি সংগঠন

সীতাকুন্ডে ইপসার সহযোগিতায় বয়স্ক ভাতা বিতরণ

সীতাকুন্ডে ইপসার সহযোগিতায় বয়স্ক ভাতা বিতরণ

ইপসা‘র উদ্যোগে এবং পিকেএসএফ এর সহযোগিতায় ২৭ ডিসেম্বর ২০১৭ সীতাকুন্ডস’ সৈয়দপুর ইউনিয়ন পরিষদে এলাকার ৭৫ জন প্রবীণ বক্তিকে বয়স্ক ভাতা প্রদান করা হয়।  সৈয়দপুর ইউনিয়ন চেয়ারম্যান জনাব এইচএম তাজুল ইসলাম নিজামী সভাপতিত্বে বয়স্ক ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন ইপসার পরিচালক মো: মনজুর মোরশেদ চৌধুরী, অতিথি হিসেবে উপসি’ত ছিলেন ইপসার প্রবীণ কর্মসূচির ফোকাল পারসন নেওয়াজ মাহমদু, সৈয়দপুর ইউনিয়ন সমন্বয়কারী সাইদ আলম ও প্রমূখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রবীণ কর্মসূচির সংগঠক মো: সুমন হোসাইন। আলোচনায় বক্তরা বলেন, সমাজে প্রবীণরা বিভিন্ন ভাবে অবহেলার শিকার হয়। প্রতিটি ব্যক্তিকে একদিন প্রবীণ হতে হবে। সেই চিন্তা থেকে প্রবীনদের সম্মান করা প্রয়োজন। আমাদের ভবিষ্যত উন্নয়নের জন্য প্রবীনদের মতামতের মুল্যায়ন করা প্রয়োজন। দেশে বর্তমানে প্রবীনদের সুরক্ষায় সামাজিক নিরাপত্তার আওতায় সরকারীভাবে গৃহিত যেসব কর্মসুচী রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল দরিদ্র ও অসহায় প্রবীনদের জন্য বয়স্কভাতা প্রদান। যা প্রয়োজনের তুলনায় খুবই কম এবং তার সঠিক বাস্তবায়ন নাই। বর্তমানে ইপসা সরকারের পাশাপাশি দরিদ্র প্রবীণ ব্যক্তিদের বয়স্ক ভাতা প্রদান করা হচ্ছে।

Group photo

YPSA distributes elderly people allowance

Distribtion program

YPSA distributes blanket