Skip to main content
ইপসা জাতিসংঘের ”ইকোনোমিক এন্ড সোস্যাল কাউন্সিল” এর স্পেশাল কন্সালটেটিভ স্টাটাস প্রাপ্ত একটি সংগঠন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

ইপসা সীতাকুণ্ড কোর অফিসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার ১৬ আগস্ট সীতাকুণ্ড কলেজ রোডস্থ ইপসা কোর অফিসের বীর মুক্তিযোদ্ধা ডা: এখলাস উদ্দীন মিলনায়তনে ইপসা ইডিপির সীতাকুণ্ড এরিয়া ম্যানেজার দিদারুল ইসলাম (হিরু) সঞ্চালনায়, ইপসার জেনারেল মেম্বার আনিসুল হকের সভাপতিত্বে অলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ইপসা কার্যকরী কমিটির সদস্য সমীর শর্মা।

Speech by Sameer Sharma

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইপসার জেনারেল মেম্বার শওকত আকবর জেসিমন, ফাইনেন্স ম্যানেজার সায়রা বেগম, ইপসা ইকোট্যুরিজম প্রজেক্ট ম্যানেজার ইমাম উদ্দীন খান, ইপসা কৃষি ইউনিটের প্রোগ্রাম ম্যানেজার সুমন দেবনাথ, রেডিও সাগর গিরির স্টেশন ইনচার্জ সঞ্জয় চৌধুরী।

শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্থায়ীত্বশীল উন্নয়ন সংস্থা ইপসার প্রধান নির্বাহী আরিফুর রহমানের লেখা ধারনাপত্র পাঠ করেন, ইপসা প্রবীণ জনগোষ্ঠী উন্নয়ন কর্মসূচি প্রোগ্রাম অফিসার মো: সুমন হোসাইন।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইপসা ইনক্লুশন ওয়ার্কস প্রজেক্ট ম্যানেজার আমেনা খাতুন, হাকিম মোল্লা প্রমুখ।

Discussion

অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্টিত হয়। ইপসা সীতাকুণ্ড শাখার ম্যানেজার সরোয়ার হোসেন গাজী দোয়া মোনাজাত পরিচালনা করেন।

অনুষ্টান শেষে ইপসা কোর অফিস প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।

Tree plantation