উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে নারীর ভূমিকা বিষয়ক ফ্লিপচার্ট

অধিবেশন ৫ : কিভাবে একজন নারী (মা, স্ত্রী, বোন) পরিবারের সদস্যদের উগ্রবাদ ও সহিংসতা থেকে দূরে রাখতে পারেন/সচেতন করতে পারেন

Slide 1

পর্যবেক্ষণ করা (সন্দেহ জনক আচরণ, কাদের সাথে মেলামেশা, অতিরিক্ত টাকা খরচ, সব সময় মোবাইল/ইন্টারনেট ব্যবহারে আসক্তি)।

Slide 2

সচেতন করার ক্ষেত্রে পরিবারে নারীর ভূমিকা :

  • মা হিসেবে ছেলে মেয়ের সাথে সব সময় বন্ধুসুলভ আচরণ করা।
  • সন্তানদের মতামতকে গুরুত্ব দেওয়া।
  • বোন হিসেবে ভাইয়ের বা স্ত্রী হিসেবে স্বামীর সমস্যা জানার চেষ্টা করা।
  • কোন ধরনের বন্ধুদের সাথে মেলামেশা করে তা খেয়াল রাখা।
  • সন্তানদের ভাল মন্দ বুঝতে শেখানো।
  • দৈনিক অন্তত: একবার হলেও পরিবারের সবাই বসে একসাথে খাওয়া ও পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করা।