কনসালটেন্ট/পরামর্শক নিয়োগ
পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ) এর সহযোগী প্রতিষ্ঠান স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন “ইপসা” (www.ypsa.org) কর্তৃক বাস্তবায়িত RMTP প্রকল্পের আওতায় ‘উচ্চমূল্যের ফল-ফসল চাষ প্রযুক্তি সম্প্রসারণ ও বাজারজাতকরণ” শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন উপ-প্রকল্প মুল্যায়ন করা জন্য একজন (০১) কনসালটেন্ট/পরামর্শক নিয়োগের নিমিত্তে সৎ, যোগ্য, কর্মঠ, পরিশ্রমী এবং অধূমপায়ী যোগ্য প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
১. অভিজ্ঞতা:
ক. কনসালটেন্ট/পরামর্শক হিসেবে প্রকল্পের বেইজ লাইন ও সমাপনী মূল্যায়ন করার অভিজ্ঞতা থাকতে হবে।
খ. মাঠ পর্যায়ে প্রান্তিক ফল চাষী ও কৃষকদের সাথে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
২. মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ ও মূল্যায়নের পদ্ধতি সমূহ:
প্রকল্প এলাকা সীতাকুণ্ড ও মিরসরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্থানীয় ফল চাষী ও কৃষকদের নিকট থেকে তথ্য সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে একক সাক্ষাৎকার ও দলীয় আলোচনার মাধ্যমে তথ্য সংগ্রহ করতে হবে।
বিভিন্ন জাতের ফল উৎপাদনকারী সাথে সংশ্লিষ্ট সেকেন্ডারী তথ্য সন্নিবেশ করতে হবে।
মূল্যায়ন প্রতিবেদনটি বাংলায় হবে এবং প্রয়োজনীয় তথ্য/গ্রাফিক্যাল ডাটা সন্নিবেশিত করে উপস্থাপন করতে হবে।
মূল্যায়নের প্রশ্নপত্র (যৌথভাবে) তৈরী করার পর পিকেএসএফ এবং ইপসা কর্তৃক চুড়ান্ত অনুমোদনের পর মুল্যায়ন কার্যক্রম শুরু করতে হবে।
৩. আর্থিক বিষয়সমূহ:
ট্যাক্স বাদ দিয়ে প্রকল্পের বরাদ্ধকৃত বাজেট প্রদান করা হবে।
৪. প্রকল্পের বেইস লাইন কার্যকাল:
প্রকল্পের বেইস লাইন কার্যক্রম ০১ (এক) মাসের মধ্যে সম্পন্ন করে জমা দিতে হবে । চূড়ান্ত নিয়োগের পর প্রকল্পের বেইস লাইন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত (টেলিফোন/মোবাইল নং সহ) ও আবেদন পত্র, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের কপি, জাতীয়তা সনদ পত্রের কপি টীম লিডার, ক্রয়সংক্রান্ত কমিটি, ইপসা, বাড়ী # এফ ১০ (পি) রোড # ১৩, ব্লক- বি, চান্দগাঁও আবাসিক এলাকা, চট্টগ্রাম ৪২১২ ঠিকানায় ইমেইল ypsaprocurement.org@gmail.com এ আগামী ১১/০৬/২০২২ তারিখের মধ্যে প্রেরণ করতে হবে।
পরামর্শক নিয়োগের ক্ষেত্রে যে কোন শর্তাবলীর সংযোজন, বিয়োজন এবং বাতিল করনের ক্ষমতা ইপসা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।