Skip to content Go to main menu
Accessibility
YPSA Logo
YPSA
Young Power in Social Action (YPSA) is an organization for sustainable development and NGO in Special Consultative Status with the United Nations Economic and Social Council (UN ECOSOC)
Sitemap

কনসালটেন্ট/পরামর্শক নিয়োগ

পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ) এর সহযোগী প্রতিষ্ঠান স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন “ইপসা” (www.ypsa.org) কর্তৃক বাস্তবায়িত RMTP প্রকল্পের আওতায় ‘উচ্চমূল্যের ফল-ফসল চাষ প্রযুক্তি সম্প্রসারণ ও বাজারজাতকরণ” শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন উপ-প্রকল্প মুল্যায়ন করা জন্য একজন (০১) কনসালটেন্ট/পরামর্শক নিয়োগের নিমিত্তে সৎ, যোগ্য, কর্মঠ, পরিশ্রমী এবং অধূমপায়ী যোগ্য প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

১. অভিজ্ঞতা:

ক. কনসালটেন্ট/পরামর্শক হিসেবে প্রকল্পের বেইজ লাইন ও সমাপনী মূল্যায়ন করার অভিজ্ঞতা থাকতে হবে।

খ. মাঠ পর্যায়ে প্রান্তিক ফল চাষী ও কৃষকদের সাথে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

২. মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ ও মূল্যায়নের পদ্ধতি সমূহ:

 প্রকল্প এলাকা সীতাকুণ্ড ও মিরসরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্থানীয় ফল চাষী ও কৃষকদের নিকট থেকে তথ্য সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে একক সাক্ষাৎকার ও দলীয় আলোচনার মাধ্যমে তথ্য সংগ্রহ করতে হবে।

 বিভিন্ন জাতের ফল উৎপাদনকারী সাথে সংশ্লিষ্ট সেকেন্ডারী তথ্য সন্নিবেশ করতে হবে।

 মূল্যায়ন প্রতিবেদনটি বাংলায় হবে এবং প্রয়োজনীয় তথ্য/গ্রাফিক্যাল ডাটা সন্নিবেশিত করে উপস্থাপন করতে হবে।

 মূল্যায়নের প্রশ্নপত্র (যৌথভাবে) তৈরী করার পর পিকেএসএফ এবং ইপসা কর্তৃক চুড়ান্ত অনুমোদনের পর মুল্যায়ন কার্যক্রম শুরু করতে হবে।

৩. আর্থিক বিষয়সমূহ:

ট্যাক্স বাদ দিয়ে প্রকল্পের বরাদ্ধকৃত বাজেট প্রদান করা হবে।

৪. প্রকল্পের বেইস লাইন কার্যকাল:

প্রকল্পের বেইস লাইন কার্যক্রম ০১ (এক) মাসের মধ্যে সম্পন্ন করে জমা দিতে হবে । চূড়ান্ত নিয়োগের পর প্রকল্পের বেইস লাইন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত (টেলিফোন/মোবাইল নং সহ) ও আবেদন পত্র, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের কপি, জাতীয়তা সনদ পত্রের কপি টীম লিডার, ক্রয়সংক্রান্ত কমিটি, ইপসা, বাড়ী # এফ ১০ (পি) রোড # ১৩, ব্লক- বি, চান্দগাঁও আবাসিক এলাকা, চট্টগ্রাম ৪২১২ ঠিকানায় ইমেইল ypsaprocurement.org@gmail.com এ আগামী ১১/০৬/২০২২ তারিখের মধ্যে প্রেরণ করতে হবে।

পরামর্শক নিয়োগের ক্ষেত্রে যে কোন শর্তাবলীর সংযোজন, বিয়োজন এবং বাতিল করনের ক্ষমতা ইপসা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

Download this circular (PDF)

Download Terms of Reference (TOR) for Baseline Study (PDF)