উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকা বিষয়ক ফ্লিপচার্ট

অধিবেশন ১ : ছাত্র জীবনের গুরুত্ব ও একজন আদর্শ ছাত্রের বৈশিষ্ট্য

(সহায়ক নির্দেশিকা: অংশগ্রহণকারিদের স্বাগত/শুভেচ্ছা জানান। শিক্ষার্থীদের আত্মবিশ্বাস সৃষ্টির জন্য ছাত্র জীবনের গুরুত্ব ও ছাত্র-ছাত্রীরাই যে দেশের ভবিষ্যত সে বিষয়ে তাদেরকে দিয়ে আলোচনা করুন এবং সকলের অংশগ্রহণ করার পরিবেশ সৃষ্টি করুন। একজন আদর্শ শিক্ষার্থীর কী কী গুণ থাকা প্রয়োজন সে বিষয়ে প্রশ্ন করুন। প্রশ্নগুলোর সাথে ফ্লিপচার্ট মিলিয়ে নিন। অংশগ্রহণকারিদের কাছে এ গুণগুলো আছে কিনা এবং থাকা প্রয়োজন কিনা তা জেনে নিন এবং আলোচনা করুন। এতে শিক্ষার্থীরা সেশনে অধিক আগ্রহী হবে।)

Slide 1

ছাত্র জীবনের গুরুত্ব:

  • চরিত্র গঠনের সময়।
  • মানবিক গুণাবলি অর্জনের সময়।
  • মেধা বিকাশের সময়।
  • সুনাগরিকের গুণাবলি অর্জনের সময়।
  • নিয়ম শৃঙ্খলা শেখার সময়।
  • জ্ঞান ও দক্ষতা বিকাশের সময়।

student are playing football

আদর্শ ছাত্রের বৈশিষ্ট্য:

  • শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিত থাকা।
  • নিয়মিত পড়াশোনা করা।
  • সহপাঠদের (জাতি, ধর্ম, বর্ণ ও শ্রেণী নির্বেশেষে) সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করা
  • নিয়ম শৃঙ্খলা মেনে চলা।
  • মাদক থেকে দূরে থাকা।
  • প্রলোভন থেকে বিরত থাকা।
  • সমাজ ও রাষ্ট্র বিরোধী কাজ থেকে বিরত থাকা।