(সহায়ক নির্দেশিকা: শিক্ষার্থীদের শিক্ষাজীবন ভালোভাবে সম্পন্ন করার জন্য উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ করা প্রয়োজন কি না সে বিষয়ে শিক্ষার্থীদের প্রশ্ন করুন। শিক্ষার্থী হিসেবে তারা কি কি ভূমিকা রাখতে পারে সে বিষয়ে তাদেরকে দিয়ে বলান। তাদের উত্তরের সাথে ফ্লিপচার্টের ছবি মিলিয়ে শিক্ষার্থীদেরকে বিষয়টি উপস্থাপন করুন)
- লেখাপড়ায় মনোযোগী হওয়া।
- নিয়মিত স্কুল, মাদ্রাসা ও কলেজে উপস্থিত হওয়া ও শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা মেনে চলা।
- কোন সহপাঠী ভুল পথে গেলে সাথে সাথে শিক্ষক বা তার পরিবারকে জানানো।
- কোন ব্যক্তি বা গোষ্ঠীর কথায় উদ্বুদ্ধ হয়ে অন্য কোন ধর্মীয়, জাতি, গোষ্ঠী বা শ্রেণীর মানুষের প্রতি সহিংস বা উগ্র আচরণে না বলা এবং জড়িত না হওয়া।
- সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানীমূলক কোন কাজে নিজে অংশগ্রহণ না করা বা অন্যকে নিরুৎসাহিত করা।
- উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ নেওয়া এবং প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করা।
- সামাজিক কাজে সম্পৃক্ত হওয়া।
- কারো প্রলোভনে আকৃষ্ট না হওয়া ও অসাধুপন্থাকে না বলা।