(সহায়ক নির্দেশিকা: উগ্রবাদ ও সহিংসতা কিভাবে প্রতিরোধ করা যাবে তা অংশগ্রহণকারিদের প্রশ্ন করুন। নিজেও কিছু উদাহরণ দিন যেমন: ১। সবার সাথে বৈষম্যহীন আচরণ করা, ২। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং ৩। নিজে উগ্রবাদে না জড়ানো এবং সহিংস আচরণ না করা। তাদের উত্তরগুলো ফ্লিপচার্টের সাথে মিলিয়ে নিন )
- নিজ নিজ বিদ্যালয় বা মাদ্রাসায় বা কলেজে শিক্ষার্থীরা উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে বিভিন্ন ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা।
- শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত বই পড়া প্রতিযোগিতা আয়োজন করা।
- অন্যের ধর্ম, সংস্কৃতির, মতামতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া।
- সবার সাথে বৈষম্যহীন আচরণ করা।
- নারী সহপাঠীদের শিক্ষামূলক, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণে উৎসাহিত করা।
- দেশাত্মবোধ জাগ্রত করতে জাতীয় দিবসসমূহ আয়োজন/পালন করা এবং সকল শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করা।