কোন ব্যক্তি বা গো্ষ্ঠী, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ধর্মীয় চরম বিশ্বাসে উদ্বুদ্ধ হয়ে যে কোন পন্থায় নিজের বা গোষ্ঠীর মতামত প্রতিষ্ঠা করার জন্য অন্যের মতামত ও বিশ্বাসের স্বাধীনতাকে গুরুত্ব না দেওয়া এবং যে কোন উপায়ে নিজের বা গোষ্ঠীর মতামত ও বিশ্বাস প্রতিষ্ঠা করার প্রক্রিয়াই উগ্রবাদ।
সহিংসতা কোন ব্যক্তি বা গোষ্ঠীর এমন এক চরম মানসিক অবস্থা যা নিজের বা গোষ্ঠীর বিশ্বাস ও মতবাদকে প্রতিষ্ঠা করতে ঝগড়া-ঝাটি, হানা-হানি, মারা-মারি, অগ্নি সংযোগ, বোমা বিস্ফোরণসহ নানা সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি করে যার ফলে জীবনহানিসহ ব্যক্তি ও রাষ্ট্রীয় সম্পদের ব্যাপক ক্ষতি এবং সামাজিক ও ধর্মীয় সম্প্রতি নষ্ট হয়।