Skip to main content
ইপসা জাতিসংঘের ”ইকোনোমিক এন্ড সোস্যাল কাউন্সিল” এর কন্সালটেটিভ স্টাটাস প্রাপ্ত একটি সংগঠন

আদিবাসী যুবকদের মধ্যে স্ব-কর্মসংস্থান

প্রকল্পের নাম: Self employment by Promoting Income Generation to Youth

লক্ষ্য

আয় বর্ধক কর্মসূচীর উপর দৰতা উন্নয়নের জন্য আদিবাসী যুবকদের মধ্যে স্ব-কর্মসংস্থান এ উৎসাহিত করা।

উদ্দেশ্য

সচেতনতামূলক কর্মকান্ডের দ্বারা আদিবাসী যুবকদেও সংগঠিত করা ।
লক্ষিত জনগোষ্ঠীকে প্রশিক্ষন ও কারিগরি সহায়তা দ্বারা সার্মথ্যেও উন্নয়ন।
ব্যবসা ভিত্তিক প্রশিক্ষন দ্বারা আয় বর্ধক কর্মকান্ডে দৰ করে তোলা।

সময়কাল: মে ২০০৮ থেকে জুলাই ২০১০

দাতাসংস্থা

হোপ’ ৮৭

লক্ষিত জনগোষ্ঠী

রাঙগামাটি জেলার কাউখালী উপজেলার ৭০০ যুবক এ প্রকল্পের আওতাভূক্ত।

কার্যক্রম

  • উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসায় ব্যবস্থাপনার উপর প্রশিক্ষন।
  • প্রশিক্ষনের জন্য মডিউল তৈরি।
  • দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন।
  • প্রশিক্ষিত ব্যাক্তিদের ইপসা ক্ষুদ্র ঋণ প্রকল্প থেকে ঋণ সহায়তা প্রদান।
  • নিউজ লেটার প্রকাশনা
  • ক্রেতা ও বাজারে যোগাযোগ স্থাপন।