Skip to main content
ইপসা জাতিসংঘের ”ইকোনোমিক এন্ড সোস্যাল কাউন্সিল” এর স্পেশাল কন্সালটেটিভ স্টাটাস প্রাপ্ত একটি সংগঠন

প্রতিবন্ধী মানুষের সংগঠিত অংশগ্রহণের মাধ্যমে অধিকার অর্জন

Child Rights Week
Disability Convention
Disability Convention
Disability Convention
Disability Convention
Disability Convention

প্রকল্পের নাম: Development Initiative for Social Change (DISC)

প্রকল্পের সময়কাল: ২০০১-২০১৩ সাল  সহযোগিতায়: একশনএইড বাংলাদেশ

লক্ষ্যঃ প্রতিবন্ধী মানুষের সংগঠিত অংশগ্রহণের মাধ্যমে অধিকার অর্জন হয়েছে।

উদ্দেশ্য: প্রতিবন্ধী মানুষদের কর্মসংস্থান সৃষ্টিসহ জীবনযাত্রার মানোন্নয়নে সেবাদানকারী প্রতিষ্ঠান থেকে অধিকার আদায়, নিজস্ব সংগঠনের মাধ্যমে নেতৃত্বের বিকাশ ও অনুকুল পরিবেশে অবস্থা ও অবস্থানের ইতিবাচক পরিবর্তন।

কর্মএলাকাঃ সীতাকুন্ড উপজেলা

সম্পৃক্ত জনগোষ্ঠীঃ সমাজের পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী, নারী, শিশু, কিশোর কিশোরী।

প্রধান কার্যক্রম:

১. কাজের অধিকার (কর্ম সংস্থান):

কাজের অধিকার লক্ষ্য অর্জন নারী পুরুষ মোট
১.১ নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের আয়বৃদ্ধিমুলক প্রশিক্ষন প্রদান। ১টি প্রশিক্ষন ৩০ জন ৩২ ২০ ১২ ৩২
১.২ নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারী / বেসরকারী বিভিন্ন বিভাগ বা প্রতিষ্টান থেকে প্রশিক্ষনের সুযোগ সৃষ্টি করার জন্য  এ্যাডভোকেসী সভা । ৪টি সভা ১০০ জন ৪৬০ ২১৫ ২৪৫ ৪৬০
১.৩ ক্ষুদ্র ব্যবসার জন্য ২০ জন প্রতিবন্ধী মানুষকে অর্থিক সহযোগিতা প্রদান। ২০ জন ৩২ ২০ ১২ ৩২

০২. প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠিত হওয়া ও স্বাধীনতার অধিকার:

প্রতিবন্ধী  ব্যক্তিদের সংগঠিত হওয়া ও

স্বাধীনতার অধিকার

লক্ষ্য অর্জন নারী পুরুষ মোট
২.১. ২০ টি স্ব-নির্ভর সংগঠন  সমূহের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সহযোগিতা। ২০টি সংগঠন ২০টি সংগঠন  সভা ১৩৫ ১৮৫ ৩২০
২.২. ইউনিয়ন ডিপিও ফেডারেশন গঠন ও সভা। ৪টি ইউনিয়ন ডিপিও ফেডারেশন ৪টি ইউনিয়ন ডিপিও ফেডারেশন ১৮ ৩০ ৪৮
২.৩.সীতাকুন্ড উপজেলা ফেডারেশনের মাসিক সভা। ১টি উপজেলা ফেডারেশন ১টি উপজেলা ফেডারেশন ০৮ ১৩ ২১
২.৪. প্রতিবন্ধী ব্যক্তিদের মানবাধিকার সুরক্ষায় মুভমেন্ট। ৪টি মুভমেন্ট ৪টি মুভমেন্ট ৬০ ১৭০ ২৩০
২.৫ ফেডারেশনের সদস্যদের দক্ষতা উন্নয়ন   প্রশিক্ষণ প্রদান। ২টি  প্রশিক্ষন ৬০ জন ২টি  প্রশিক্ষন ৫৪  জন ১৮ ৩৬ ৫৪
২.৬  দিবস পালন: অটিজম  ও আমত্মর্জাতিক প্রতিবন্ধী দিবস ২টি দিবস পালন ৩০০ জন ২টি দিবস পালন ২০০ জন ১১০ ২২০ ৩৩০

০৩. নারীর অধিকার:

নারীর অধিকার লক্ষ্য অর্জন নারী পুরুষ মোট
৩.১ প্রতিবন্ধী নারীদের সমন্বয়ে গঠিত সংগঠনের নিয়মিত সভা আয়োজন। ৪টি  নারী সংগঠন সভা প্রতি মাসে ১৫ জন ৪টি  নারী সংগঠন সভা প্রতি মাসে ১৫ জন ৬০ ০০ ৬০
৩.২ নারী অধিকার বিষয়ে মাঠ পর্যায়ে নিয়মিত উঠান বৈঠক এর  আয়োজন। প্রতি মাসে ৮টি সভা প্রতি মাসে ৮টি সভা ২৬০ ০০ ২৬০
৩.৩ নারী সদস্যদের নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষন প্রদান। ২টি প্রশিক্ষন ৬০ জন ২টি প্রশিক্ষন ৫৩ জন ৫৩ ০০ ৫৩
৩.৪. আমর্ত্মরজাতিক  নারী দিবস পালন। ১টি দিবস পালন ১০০ জন ১টি দিবস পালন ১৫০ জন ১০৫ ৪৫ ১৫০
৩.৫ সীতাকুন্ডের স্থানীয় পর্যায়ে SVAW Network শক্তিশালীকরণ। ৪টি সভা
৩.৬ বালিকা সংঘের বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নে সহযোগিতা। ৪টি কর্মসুচী পালন ৪টি কর্মসুচী পালন ৪০ ০০ ৪০
৩.৭ নারী অধিকার বিষয়ে বালিকা সংঘের সদস্যদের প্রশিক্ষন প্রদান। ১টি প্রশিক্ষন ২৫ জন ১টি প্রশিক্ষন ২১ জন ২১ ০০ ২১
৩.৮ দরিদ্র নারীদের সরকারী সেফটি নেট সেবা সমুহ আদায়করণে স্থানীয় সরকার নারী সদস্যদের সাথে সভা। ২টি সভা ৩০ জন ২টি সভা ৩৪ জন ৩৪ ০০ ৩৪
৩.৯ জনকেন্দ্রের ৪টি কর্মসূচী গ্রহন। ৪টি কর্মসূচী ৪টি কর্মসূচী ১১০ ২৫ ১৩৫

০৪. শিক্ষার অধিকার:

শিক্ষার অধিকার লক্ষ্য অর্জন নারী পুরুষ মোট
৪.১ অব্যাহত  শিক্ষা সহায়ক বৃত্তি প্রদান (স্পন্সর ও প্রতিবন্ধী শিশু) ৪০ জন ছাত্র-ছাত্রী ২৭ জন ১৩ ১৪ ২৭
৪.২ বিদ্যালয় ভিত্তিক প্রতিযোগিতা ৪টি বিদ্যালয়ে প্রতিযোগিতা ৪টি বিদ্যালয়ে প্রতিযোগিতা ১৯০ ২১০ ৪০০
৪.৩ দরিদ্র ও প্রতিবন্ধী যুবদের ফটোগ্রাফী ও কম্পিউটার প্রশিক্ষন ৮ জনকে প্রশিক্ষন প্রদান ৮ জনকে প্রশিক্ষন প্রদান ০০ ০৮ ০৮

 ৫.১ শিশুমেলা কার্যক্রম:

শিশু অধিকার লক্ষ্য অর্জন নারী পুরুষ মোট
৫.১ -৫.২ শিশুমেলা কার্যক্রম:

কর্মএলাকার প্রতিবন্ধী, স্পনসরশিশুসহ সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে শিশু মেলা পরিচালনা (বিভিন্ন সৃজনশীল কর্মসূচী গ্রহন)

৬টি শিশুমেলা পরিচালনা ৬টি শিশুমেলা পরিচালনা ২১০ ১৯০ ৩০০
৫.৩ প্রতিবন্ধী শিশু,স্পনসর শিশুসহ সুবিধাবঞ্চিত শিশুদের অভিভাবক ও মায়েদের নিয়ে সভা আয়োজন। ২৪টি অভিভাবক সভা ২৪টি অভিভাবক সভা ৩৯০ ৬০ ৪৫০
৫.৪ শিশু অধিকার সপ্তাহ পালন ১টি সপ্তাহ পালন ১টি সপ্তাহ পালন ১১৫ ৯৫ ২১০
৫.৫ শিশুদের নিয়ে আন্ত: প্রতিযোগিতা । ২টি আমত্ম: প্রতিযোগিতার আয়োজন ২টি আন্ত: প্রতিযোগিতার আয়োজন ১৪৫ ১২০ ২৬৫
৫.৬  উপজেলা ও জেলা পর্যায়ে প্রতিবন্ধীদের জন্য ক্রীড়া প্রতিযোগীতা আয়োজন এবং জেলা ও জাতীয় পর্যায়ে তাদের অংশগ্রহণের জন্য অনুপ্রাণিত করা। ১টি জেলা পর্যায়ে প্রতিবন্ধীদের ক্রীড়া প্রতিযোগীতা আয়োজন ১টি জেলা পর্যায়ে প্রতিবন্ধীদের জন্য ক্রীড়া প্রতিযোগীতা আয়োজন ৪০ ৭০ ১১০
৫.৭  স্থানীয় ইয়ুথ ক্লাব সমূহকে প্রতিবন্ধীদের নিয়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক কর্মকান্ডআয়োজনে সহযোগিতা ৪টি কর্মসূচীতে সহযোগিতা ৪টি কর্মসূচীতে সহযোগিতা ৪৫ ১৪৫ ১৯০

৬. যুব ও তথ্য প্রযুক্তি:

তৃণমূল সাংবদিক দল ও রেড়িও সাগর গিরি লক্ষ্য অর্জন নারী পুরুষ মোট
৬.১ কমিউনিটি রেড়িও প্রোডাকসন ডেভেলপম্যানন্ট প্রশিক্ষন। ২টি প্রশিক্ষন ২টি প্রশিক্ষন ০৬ ১১ ১৭
৬.২ কমিউনিটি রেড়িওও জন্য কর্মসূচী তৈরী ও তার সম্প্রচারের ব্যবস্থা করা। ৪টি কর্মসচী তৈরী ও সম্প্রচার ৫টি কর্মসচী তৈরী ও সম্প্রচার
৬.৩ তৃণমূল সাংবদিক দলের ত্রৈমাসকি সভা। ৪টি সভা ৩টি সভা ও ১টি প্রশিক্ষন ০৬ ১১ ১৭
৬.৪ তৃণমুল সংবাদ বার্তা প্রকাশ তৃণমুল সংবাদ বার্তা প্রকাশ  ২ বার তৃণমুল সংবাদ বার্তা প্রকাশ ২ বার

৭. স্বাস্থ্য সেবার অধিকার:

স্বাস্থ্য সেবার অধিকার লক্ষ্য অর্জন নারী পুরুষ মোট
ইপসা ফিজিওথেরাপি এন্ড হেলথ সেন্টার ও মাঠ পর্যায়ে প্রতিবন্ধীদের ঞযবৎধঢ়ু প্রদান। প্রতি মাসে ১৫ জন প্রতি মাসে ১৯ জন ০৭ ১২ ১৯
প্রতিবন্ধী ও দরিদ্র রোগীদের অপারেশন ও চিকিৎসা বাবদ সহায়তা ৮ জন ৮ জন ০৫ ০৫ ১০
ফিজিও থেরাপী প্রশিক্ষন প্রদান ২০ জন ১৬ ১৩ ০৩ ১৬