Skip to main content
ইপসা জাতিসংঘের ”ইকোনোমিক এন্ড সোস্যাল কাউন্সিল” এর স্পেশাল কন্সালটেটিভ স্টাটাস প্রাপ্ত একটি সংগঠন

ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র সমূহে নিরাপদ পানি ও স্যানিটারী সুবিধা নিশ্চিত করার মাধ্যমে জলবায়ু পরিবর্তন অভিযোযন

প্রকল্পের নাম: Climate change adaptation by ensuring water and sanitation facilities in Cyclone shelter of Chittagong City Corporation

প্রকল্পের মেয়াদঃ  ১২ মাস (১লা জুন  ২০১৩ইং থেকে ৩০শে জুন ২০১৪)।

  ক. শুরুর তারিখঃ            ১লা জুন,২০১৩ইং            খ. প্রকল্প সমাপ্তির তারিখঃ           ৩০শে জুন ২০১৪

   প্রকল্প এলাকাঃ

ক্রঃ  নং জেলা উপজেলা/থানা
০১.  চট্টগ্রাম চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর ৫, ১৮, ৩৯, ৪০ এবং ৪১ নং ওয়ার্ড

প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্যসমূহঃ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ১২টি প্রস্তাবিত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র সমূহে নিরাপদ পানি ও স্যানিটারী সুবিধা পৌঁছে দেওয়া।

  • ১২টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রসমূহকে কেন্দ্র করে স্থানীয় জনসাধারনের মধ্যে নিরাপদ পানি ও পয়নিষ্কাশন ব্যবস্থা নির্মাণ, সুষ্ঠু ব্যবহার ও ব্যবস্থাপনা, এবং পরিচালনা বিষয়ে বাস্তব সম্মত দক্ষতা সৃষ্টি।
  • ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে পানির উৎস সমূহ যথাযথ দায়ীত্বশীল ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশন বিষয়ে স্থানীয় জনগনের মধ্যে সচেতনতা সৃষ্টি।

 

নং কর্মসূচীর নাম: লক্ষ্যমাত্রা অর্জন/ প্রশিক্ষণ সমাপ্ত
০১  

নির্বাচিত ১২টি দুর্গত আশ্রয়কেন্দ্রে ১২টি নিরাপদ পানি সরবরাহ কেন্দ্র ও ১২টি চেম্বার স্যানিটারী পয়:শোধনাগার স্থাপন।

৪৮০০ শিশু এবং ২৫০০০ জন স্থানীয় জনসাধারনের জন্য ১২টি নিরাপদ পানি সরবরাহ কেন্দ্র ও ১২টি চেম্বারর্ড সেনিটারী পায়খানা স্থাপন নির্মাণ  সমাপ্ত
০২ স্কুল পরিচালনা/ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধির জন্য ৬টি ওরিয়েন্টেশন ও কর্মশালা ১২টি স্কুলের ১২০জন পরিচালনা পরিষদ সদস্য ১২০জন
০৩ স্কুল পরিচালনা/ব্যবস্থাপনা কমিটির সহায়তাকারী হিসেবে ১২টি আশ্রয়কেন্দ্রে ১২টি কমিউনিটি স্বেচ্ছাসেবী গ্রুপ গঠন।

 

১৮০ জন সদস্যের স্বেচ্ছাসেবী গ্রুপ গঠন ১৮০জন
০৪ ১২ টি আশ্রয়কেন্দ্রে জেন্ডার সংবেদনশীলতা বিবেচনা করে ১২টি আলাদা স্যানেটারী পায়খানা তৈরী করা। ১২ টি সাইক্লোন সেন্টারে মহিলাদের জন্য আলাদাভাবে ১২ টি সেনিটারী পায়খানা স্থাপন  তৈরী সমাপ্ত
০৫ স্কুল পরিচালনা/ব্যবস্থাপনা কমিটি সদস্যদের জন্য নিরাপদ পানি ও পয়নিষ্কাশন ব্যবস্থা নির্মাণ, সুষ্ঠু ব্যবহার ও ব্যবস্থাপনা, এবং পরিচালনা বিষয়ে ৬টি প্রশিক্ষন কর্মশালা আয়োজন। ১২০ জন সদস্য ১২০জন
০৬ স্কুল পরিচালনা/ব্যবস্থাপনা কমিটি ও ভলানটিয়ারদের স্বাস্থ্যসম্মত স্যানিটেশন এবং জলবায়ু পরিবর্তন জনিত স্বাস্থ্য ঝুঁকি বিষয়ে প্রশিক্ষন প্রদান।  

১৮০জন অংশগ্রহণকারী

১৮০জন
০৭ স্থানীয়  জনগনকে নিয়ে উঠান বৈঠকের আয়োজন করা। ২৪ টি উঠান বৈঠক

৭২০ জন স্থানীয় জনসাধারন

৮১৬জন
০৮ কমিউনিটি সভার আয়োজন করা। ১২ টি সভা

১২০০জন স্থানীয় জনসাধারন

১২৯৬জন
০৯ সাংস্কৃতিক কর্মকান্ডের আয়োজন। ১২ টি ইভেন্ট

২৪০০ জন স্থানীয় জনসাধারন

২৪৮৪জন
১০ স্কুল প্রোগ্রাম যেমন অভিভাবক সভা, ছাত্র-ছাত্রীদের জন্যে এরয়ারনেস/সচেতনতা বিষয়ক সভা, শিক্ষক সভা, ষ্টুডেন্ট ক্যাম্প ইত্যাদি আয়োজন করা। ১০টি স্কুল কার্যক্রম

২০০০ জন ছাত্রছাত্রী

২০৯০জন
১১ পুস্তিকা প্রকাশ, পোষ্টার বিতরণ, তথ্য বোর্ড এবং সচিত্র তথ্য ভিত্তিক প্রচারণা। ১টি পোষ্টার ও ৫টি তথ্য কেন্দ্র ও ১টি সচিত্র  প্রতিবেদন ৫০০০পোস্টার

ভিডিও ডকুমেন্টারী