Skip to main content
ইপসা জাতিসংঘের ”ইকোনোমিক এন্ড সোস্যাল কাউন্সিল” এর স্পেশাল কন্সালটেটিভ স্টাটাস প্রাপ্ত একটি সংগঠন

ইপসা- কৃষি ইউনিট এবং মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিট

কর্মসূচির নাম: ইপসা-কৃষি ইউনিট এবং মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিট (YPSA – Agricultural Unit and Fisheries and Livestock Unit)

কর্মসূচির মেয়াদ:    চলমান

দাতা সংস্থার নাম: পিকেএসএফ

কর্ম এলাকা: এমএফএন্ডএমই প্রোগ্রামের সৈয়দপুর শাখা এবং মহানগর শাখার কর্ম এলাকা

পল্লী কর্ম সহায়ক ফাউণ্ডেশন( পিকেএসএফ)-এর আর্থিক সহযোগিতায় পরিচালিত কৃষি ইউনিট, মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিট। টেকসই উন্নয়ন লক্ষমাত্রাকে সামনে রেখে বিভিন্ন সহযোগী সংস্থার সদস্যদের সীমিত সম্পদকে কাজে লাগিয়ে লাগসই কৃষিজ প্রযুক্তির বিস্তারের মাধ্যমে সদস্যদের পুঁজি বৃদ্ধির প্রচেষ্ঠা- কৃষি ইউনিট, মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিট। সদস্যদের পতিত জায়গা, ব্যবহার অনুপযোগী  পুকুর ও বাড়ীর আঙ্গিনাতে নিরাপদ শাক-সবজি, মাছ, হাঁস-মুরগী ও গরু ছাগল পালনের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নের এক উৎকৃষ্ট উদাহরণ ইপসার কৃষি ইউনিট, মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিট।

কর্ম এলাকা

পল্লী কর্ম সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ)-এর সার্বিক সহযোগিতায় ইপসা ২০১৫-২০১৬ অর্থবছর থেকে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের সৈয়দপুর ও মহানগর শাখায় ইপসার-কৃষি ইউনিট, মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিটের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

কৃষি ইউনিট

কৃষি ইউনিটের লক্ষ্য

পরিবেশ বান্ধব লাগসই প্রযুক্তি বিস্তারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, বেকাররত্ব হ্রাস এবং পুষ্টি সরবরাহ নিশ্চিত করা।

কৃষি ইউনিটের উদ্দেশ্য

  • তৃনমূল পর্যায়ে কৃষি নির্ভর অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া।
  • নিরাপদ ও আত্মনির্ভর কৃষি উন্নয়ন সাধন করা।
  • খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও কৃষিতে প্রাকৃতিক উৎসের বিকাশ সাধন করা।
  • কৃষক পর্যায়ে আধুনিক নতুন নতুন জাতের সন্নিবেশ করা।
  • কৃষি নির্ভর কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব হ্রাসকরণ।
  • রাসায়নিক সারের নির্ভরতা কমিয়ে প্রাকৃতিক সার ব্যবহারের উৎসাহ সৃষ্টির মাধ্যমে কৃষির সঠিক উৎপাদন নিশ্চিত করা।
  • কৃষকদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি করা।
  • কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে স্থানীয় ও জাতীয় পর্যায়ে পুষ্টির সরবরাহ নিশ্চিত করা।
  • সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনার মাধ্যমে কীটনাশক মুক্ত চাষাবাদ ও কৃষি ব্যয় হ্রাস করা।

এক নজরে কৃষি ইউনিট খাতে বাস্তবায়িত প্রদর্শনীসমূহ

প্রযুক্তি/প্রদর্শনী বাস্তবায়নকাল মোট
২০১৫১৬ ২০১৬১৭
১) কম্পোস্ট (প্রদর্শনী সংখ্যা) ১০ ১০ ২০
২) ট্রাইকো কম্পোস্ট (প্রদর্শনী সংখ্যা)
৩) পোরাস পাইপ (প্রদর্শনী সংখ্যা)
৪) ফেরোমন ফাঁদ (প্রদর্শনী সংখ্যা) ১১
৫) মাড়িয়া মডেলে বীজ সংরক্ষণ (প্রদর্শনী সংখ্যা) ১৫ ২০ ৩৫
৬) উচ্চ ফলনশীল নতুন জাত (প্রদর্শনী সংখ্যা)
৭) বসতবাড়িতে সবজি চাষ (প্রদর্শনী সংখ্যা) ১০ ১০ ২০
৮) গ্রীষ্মকালীন টমেটো চাষ (প্রদর্শনী সংখ্যা)
৯) পারসিং,আলোক ফাঁদ, সারিতে চারা রোপন
১০) জৈব উপায়ে সবজী চাষ
১১) সবজী চাষে গুটি ইউরিয়া
১২) গুটি ইউরিয়া প্রয়োগ যন্ত্র
১৩) লিউর (ফেরোমন ফাঁদ) ৩১৫ ৩৩০ ৬৪৫

 

মৎস্য প্রাণিসম্পদ ইউনিট

মৎস্য খাতের লক্ষ্য

ইপসার সদস্যদের বাড়ির আশেপাশে পরিত্যক্ত বা হাজামজা পুকুরকে কারিগরি সহায়তার মাধ্যমে মাছ চাষ ও পাড়ে সবজি চাষের আওতায় নিয়ে এসে দরিদ্র জনগোষ্টীর পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি অর্থ উপার্জনের মাধ্যমে ক্ষুদ্র ঋণ ব্যবস্থা কার্যক্রমকে সহায়তা দান করা।

মৎস্য খাতের উদ্দেশ্য

  • পরিত্যক্ত/হাজা-মজা পুকুরকে মাছ চাষের আওতায় আনা সেই সাথে ব্যাপক কর্মসংস্থান ও দারিদ্র বিমোচনের সুযোগ সৃষ্টি করা।
  • অতি-দরিদ্র/দরিদ্র জনগোষ্টির পুষ্টির চাহিদা পূরণ করা ও আর্থিক ¯^”PjZv ফিরিয়ে আনা এবং মাছ চাষের গুরুত্ব অবহিতকরা।
  • কর্ম এলাকায় মাছ চাষের ব্যাপকতা সৃষ্টি করা ও আধুনিক মাছ চাষ বিষয়ক কারিগরী সহায়তা প্রদান করা।
  • আধুনিক ও যুগোপযোগী মৎস্য প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল সৃষ্টির মাধ্যমে মৎস্য ক্ষেত্রে উদ্যোক্তা সৃষ্টি করা।
  • অনাহরিত/স্বল্প আহরিত মাৎস্য সম্পদ (কাঁকড়া ও কুচিয়া)-এর চাষ সম্পসারণের মাধ্যমে সদস্যদের আয় বৃদ্ধি করা।

মৎস্য খাতের অর্জনসমূহ

পল্লী কর্ম সহায়ক ফাউণ্ডেশন(পিকেএসএফ)-এর সরাসরি তত্বাবধানে মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিটের আওতায় ইপসার ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সদস্যদের পুকুরে ২০১৫-২০১৬ এবং২০১৬-২০১৭ অর্থবছরে মোট ৮০টি বিভিন্ন প্রকারের আধুনিক মৎস্য প্রযুক্তি বাস্তবায়িত হয়েছে ; এতে উল্লেকযোগ্য কিছু প্রযুক্তি হল- পুকুরে কার্প-মলা-তেলাপিয়া মাছের মিশ্র চাষ ও পাড়ে সবজি চাষ, পুকুরে কার্প-গলদা চিংড়ি মিশ্র চাষ ও পাড়ে সবজি চাষ, পুকুরে ভিয়েতনাম কৈ-কার্প জাতীয়  মাছের মিশ্র চাষ ও পাড়ে সবজি চাষ, পুকুরে দেশী শিং-মাগুর ও কার্প জাতীয় মাছের মিশ্র চাষ

এবং পাড়ে সবজি চাষ, কাঁকড়া মোটাতাজাকরণ প্রদর্শনী খামার, কুচিয়া মোটাতাজাকরণ প্রদর্শনী খামার। গত ২০১৫-২০১৬ এবং ২০১৬-২০১৭ অর্থবছরে প্রদর্শনী পুকুরগুলোতে যথাক্রমে ১৯.৭০ মে. টন ও ২৬.৩৮মে. টন মাছ, চিংড়ি ও কাঁকড়া উৎপাদিত হয়েছে যার বাজার মূল্য ২৫.২২ লক্ষ ও ২৬.৩০ লক্ষ টাকা এবং পুকুরপাড় থেকে সবজি চাষ বাবদ সদস্যদের আয় গত দুই অর্থবছরে যথাক্রমে ৬০ হাজার ও ৭৩ হাজার টাকা যা সদস্যদের পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখছে। ইপসার মৎস্য খাতের অধিনে প্রদর্শনী  পুকুর বাস্তবায়নের পাশাপাশি সদস্যদের দক্ষতা বৃদ্ধির জন্য আধুনিক মৎস্য চাষ বিষয়ক বিভিন্ন আবাসিক ও অনাবাসিক প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ প্রক্রিয়ায় ৪(চার) ব্যাচে মোট ১০০ জন মাছ চাষীকে ২(দুই) দিন ব্যাপি অনাবাসিক প্রশিক্ষণ এবং ইপসার ৪০ জন মৎস্যচাষী সদস্যকে পিকেএসএফ-এর অন্যান্য সংস্থা পর্যায়ে ২(দুই) দিন ব্যাপি আবাসক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এছাড়া ইপসার মৎস্য খাত পিকেএসএফ-এর উদ্যোগে বিভিন্ন সহযোগী সংস্থার সদস্যদের জন্য ৩(তিন) ব্যাচে মোট ৭৫ জন মৎস্য চাষীকে আবাসিক প্রশিক্ষণ প্রদান সফল ভাবে সম্পন্ন করেছে। পাশাপাশি সদস্যদের মৎস্য চাষে উদ্বুদ্বকরণে লক্ষে পুকুর পাড়ে মাঠ দিবস ও অন্য সংস্থায় উদ্বুদ্ধকরণ ভ্রমণের আয়োজন করা হয়েছে। সংস্থার মৎস্য কর্মকর্তার অধিনে মাৎস্য সম্পদের উন্নয়নের লক্ষে প্রদর্শনী পুকুরে ও প্রদর্শনী পুকুরের বাহিরে সদস্যদেরকে মাছ চাষের কারিগরী সহায়তা প্রদান করে আসছে।

প্রাণিসম্পদ  খাতের লক্ষ্য

ক্ষুদ্র ঋণ সদস্যদের প্রাণিসম্পদের সুস্থতা সাধন করে  ঋণ কার্যক্রমকে এগিয়ে নেওয়া এবং  সদস্যদের আয়বর্ধনমূলক কর্মকান্ড ও প্রাণিজ আমিষের উৎপাদন ও  সরবরাহ বৃদ্ধি করা ।

প্রাণিসম্পদ  খাতের উদ্দেশ্য

  • সদস্যদের প্রশিক্ষণ প্রদান
  • কারিগরী সহায়তা প্রদান (বিনামুল্যে চিকিৎসা,ঘাসের কাটিং সরবরাহ ইত্যাদি)
  • নিয়মিত কৃমিমুক্তকরণ ও প্রতিষেধক টিকা প্রদান ক্যাম্পেইন আয়োজন
  • প্রদর্শনী খামার স্থাপনের মাধ্যমে নতুন প্রযুক্তির (মাচায় ছাগল পালন,কোয়েল পালন ইত্যাদি) বিকাশ
  • নতুন খামার সৃষ্টিতে সহায়তা
  • খামার দিবস আয়োজনের মাধ্যমে উৎসাহ সৃষ্টি
  • সংস্থার প্রাণিসম্পদ বিষয়ক যে কোন কর্মকান্ডে সক্রিয় সহযোগিতা,পরামর্শ প্রদান

প্রাণিসম্পদ খাতের অর্জনসমূহ

২০১৫-১৬ অর্থবছর থেকে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় ইপসা সীতাকুন্ড এলাকার সৈয়দপুর  ও মহানগর শাখায় প্রাণিসম্পদ বিষয়ক কার্যক্রম শুরু করে যা অদ্যবধি চলমান।সাফল্যের ধারাবাহিকতায় পিকেএসএফ ২০১৬-১৭ অর্থবছরেও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা প্রদান অব্যাহত রাখে এবং ২০১৭-১৮ অর্থবছরের জন্যও ইপসাকে কার্যক্রম চলমান রাখার জন্য নির্বাচিত করে।

পিকেএসএফ কর্তৃক প্রাণিসম্পদ খাতে বরাদ্দ

অর্থবছর বরাদ্দ
২০১৫১৬ ,৪৮,১৬০/-
২০১৬১৭ ,৫০,৮৯০/-
২০১৭১৮ প্রক্রিয়াধীন

প্রাণিসম্পদ কার্যত্রমের মাধ্যমে ইপসা সংশ্লিষ্ট এলাকায় জনগণের জীবনমান উন্নয়নে বহৃমুখী চেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি টেকসই উন্নয়নে কাজ করে যাচ্ছে। ক্ষুদ্রঋণ ও প্রাণিসম্পদ এ বন্ধনকে ভিত্তি করে  প্রাণিসম্পদ ইউনিট এ পর্যন্ত নানাবিধ কর্মকান্ড সম্পন্ন করেছে-

. প্রশিক্ষণ খামার দিবস

সদস্যদের সংষ্লিষ্ট বিষয়ে সক্ষমতা বৃদ্ধির জন্য প্রাণিসম্পদ খাতে এ পর্যন্ত ১৩ টি মাঠ পর্যায়ে প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে ৩২৫ জন সদস্যকে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণগুলোতে সরকারী প্রাণিসম্পদ বিভাগের উপস্থিতি সদস্যদের জানার আগ্রহকে আরো সমৃদ্ধ করেছে। প্রাথমিক চিকিৎসা সম্পর্কে  প্রশিক্ষণার্থীরা অবগত হওয়ায় গৃহপালিত প্রাণির  বিভিন্ন জটিল রোগের প্রকোপ অনেকাংশে হ্রাস পেয়েছে।

বাস্তবায়িত প্রদর্শনীগুলোর মাঠ পর্যায়ে খামার দিবস আয়োজনের মাধ্যমে নতুন প্রযুক্তির আবেদন বৃদ্ধি পেয়েছে। এ পর্যন্ত ৪ টি খামার দিবস আয়োজনের মাধ্যমে নতুন প্রযুক্তি  আশাব্যঞ্জক সাড়া পেয়েছে।

. প্রদর্শনী খামার স্থাপন

চলমান প্রাণি পালন ব্যবস্থাকে আরো উৎপাদনশীল করার জন্য পিকেএসএফ’র নির্দেশনায়  বিভিন্ন নতুন প্রযুক্তির প্রদর্শনী খামার স্থাপন করা হয়েছে।প্রদর্শনী খামারের মাধ্যমে ক্ষুদ্রঋণ সদস্যগণ প্রযুক্তির বিভিন্ন বিষয় নিয়ে জানার সুযোগ পাচ্ছে এবং নিজেরা তা বাস্তবায়নের চেষ্টা করছে।

এক নজরে প্রাণিসম্পদ খাতে বাস্তবায়িত প্রদর্শনীসমূহ

প্রযুক্তি/প্রদর্শনী বাস্তবায়নকাল মোট
২০১৫১৬ ২০১৬১৭
মাচায় ছাগল পালন ৩৫ টি ৩০ টি ৬৫ টি
কেঁচো সার ৭৫ টি ৮০ টি ১৫৫ টি
কোয়েল পালন ৫ টি ৫ টি
আরসিসি গাভী পালন ১০ টি ১২ টি ২২ টি
গরু মোটাতাজাকরণ ১০ টি ১০ টি
বাক সেন্টার ৬ টি ৬ টি
মাচায় ব্রয়লার পালন ৫ টি ৫ টি
মোট ১৩০ টি ১৩৮ টি ২৬৮ টি

. কৃমিমুক্তকরণ টিকা প্রদান,কারিগরী সেবা

এ কার্যক্রমের আওতায় এ পর্যন্ত ৯৭০ টি গবাদি প্রাণিকে ২৪০০ টি কৃমিনাশক, ১১২৬ টি প্রাণিকে এনথ্রাক্স রোগের প্রতিষেধক টিকা, ১১৮০ টি প্রাণিকে পিপিআর রোগের প্রতিষেধক টিকা প্রদান করা হয়েছে এবং ২০০০ টি প্রাণিকে বিভিন্ন বিষয়ে কারিগরী পরামর্শ প্রদান করা হয়েছে।

এক নজরে কৃষি ইউনিট এবং মৎস্য প্রাণিসম্পদ ইউনিট এর লক্ষ্যমাত্রা এবং অর্জন

বিবরণ ২০১৫-১৬ অর্থবছর ২০১৬-১৭ অর্থবছর মোট
লক্ষ্যমাত্রা অর্জন উপকারভোগীর সংখ্যা লক্ষ্য মাত্রা অর্জন উপকারভোগীর সংখ্যা লক্ষ্যমাত্রা অর্জন উপকারভোগীর সংখ্যা
১. কৃষি ইউনিট
১.১ কৃষি খাত
 পদ্ধতি প্রদর্শনী (সংখ্যা)            
ক) কম্পোস্ট (প্রদর্শনী সংখ্যা) ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ২০ ২০ ২০
খ) ট্রাইকো কম্পোস্ট (প্রদর্শনী সংখ্যা)
মোট ১০ ১০ ১০ ১২ ১২ ১২ ২২ ২২ ২২
­ প্রদর্শনী (সংখ্যা)
ক) পোরাস পাইপ (সদস্য সংখ্যা ও প্রদর্শনী সংখ্যা)
খ) ফেরোমন ফাঁদ (সদস্য সংখ্যা ও প্রদর্শনী সংখ্যা) ১৫ ১৩ ১১ ১১ ২৮
M) USG ব­ক ডেমো (সদস্য সংখ্যা ও প্রদর্শনী সংখ্যা)
মোট ১০ ১০ ২২ ১৫ ১৭ ১৭ ৩৭
ফলাফল প্রদর্শনী (সংখ্যা)  
ক) মাড়িয়া মডেলে বীজ সংরক্ষণ (প্রদর্শনী সংখ্যা) ১৫ ১৫ ১৫ ২০ ২০ ২০ ৩৫ ৩৫ ৩৫
খ) উচ্চ ফলনশীল নতুন জাত (সদস্য সংখ্যা ও প্রদর্শনী সংখ্যা)
গ) বসতবাড়িতে সবজি চাষ (প্রদর্শনী সংখ্যা) ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ২০ ২০ ২০
ঘ) গ্রীষ্মকালীন টমেটো চাষ (প্রদর্শনী সংখ্যা)
ঙ) পারসিং,আলোক ফাদ, সারিতে চারা রোপন
চ) জৈব উপায়ে সবজী চাষ
ছ) সবজী চাষে গুটি ইউরিয়া
মোট ৩১ ৩১ ৩১ ৩৮ ৩৮ ৩৮ ৬৯ ৬৯ ৬৯
কৃষি উপকরণ বিতরণ  
ক) গুটি ইউরিয়া প্রয়োগ যন্ত্র
খ) লিউর (ফেরোমন ফাঁদ) ৩১৫ ৩১৫ ১২ ২০০ ৩৩০ ১৫ ৫১৫ ৬৪৫ ২৭
মোট ৩১৭ ৩১৭ ১৪ ২০২ ৩৩২ ১৭ ৫১৯ ৬৪৯ ৩১
প্রশিক্ষণ (কৃষি), মাঠ দিবস কৃষি পরামর্শ কেন্দ্র (সংখ্যা)
ক) প্রশিক্ষণ (ধান) ৫০ ৫০ ১০০
খ) প্রশিক্ষণ (সবজি) ৫০ ৭৫ ১২৫
গ) মাঠ দিবস ২৭৫ ৫১৬ ১০ ১০ ৭৯১
ঘ) কৃষি পরামর্শ কেন্দ্র ১২ ১২ ২১২ ৩৫৫ ২০ ২০ ৫৬৭
ঙ) উপজেলা পর্যায়ে mgš^q সভা ১৭ ৩৮ ৫৫
চ) অবহিতকরণ প্রশিক্ষণ ৩০ ৩০
ছ) উদ্বুদ্ধকরণ ভ্রমণ ২৫ ২৫
মোট ২৩ ২৩ ৬৫৯ ২১ ২১ ১০৩৪ ৪৪ ৪৪ ১৬৯৩
১.২ মাৎস্য খাত
প্রদর্শনী খামারমৎস্য (সংখ্যা)  
ক) কার্প-মলা-তেলাপিয়া মিশ্র চাষ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ২০ ২০ ২০
খ) কার্প ও গলদা চিংড়ী মিশ্র চাষ/ কার্প মোটাতাজাকরণ/ তেলাপিয়া-কার্প চাষ ১০ ১০ ১০
গ) দেশি শিং-মাগুর-ট্যাংরা এবং কার্প জাতীয় মাছের মিশ্র চাষ ১০ ১০ ১০ ১৫ ১৫ ১৫
ঘ) দেশি কৈ/থাই কৈ/ ভিয়েতনাম কৈ এর একক এবং কার্প মাছের মিশ্র চাষ ১০ ১০ ১০ ১৫ ১৫ ১৫
ঙ) কাঁকড়া মোটাতাজাকরণ ১০ ১০ ১০ ১৫ ১৫ ১৫
চ) কুচিয়া মোটাতাজাকরন
মোটঃ ৩০ ৩০ ৩০ ৫০ ৫০ ৫০ ৮০ ৮০ ৮০
পোনা অবমুক্তকরণ, উদ্বুদ্ধকরণ ভ্রমণ মৎস্য উপকরণ  
ক) প্রশিক্ষণ (মৎস্য) ৫০ ৫০ ১০০
খ) মাঠ দিবস ৬৩ ৬৩
গ) মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি ৭৬ ৭৬
ঘ) উদ্বুদ্ধকরণ ভ্রমণ (মৎস্য) ২৫ ২৫
ঙ) অবহিতকরণ কর্মশালা ২০ ২০
. প্রাণিসম্পদ ইউনিট  
প্রদর্শনী খামার (সংখ্যা)  
খ) ছাগল পালন ৩৫ ৩৫ ৩৫ ৩০ ৩০ ৩০ ৬৫ ৬৫ ৬৫
গ) গাভি পালন ১০ ১০ ১০ ১২ ১২ ১২ ২২ ২২ ২২
ঙ) প্রাণিসম্পদ বর্জ্য ব্যবস্থাপনা (ভার্মি কম্পোষ্ট/অন্যান্য) ৭৫ ৭৫ ৭৫ ৮০ ৮০ ৮০ ১৫৫ ১৫৫ ১৫৫
ছ) ব্রয়লার
ঝ) বাক সেন্টার স্থাপন
ঠ) কোয়েল
ড) গরু মোটাতাজাকরণ ১০ ১০ ১০ ১০ ১০ ১০
মোটঃ ১৩০ ১৩০ ১৩০ ১৩৮ ১৩৮ ১৩৮ ২৬৮ ২৬৮ ২৬৮
 প্রশিক্ষণ (সংখ্যা)  
ক) ছাগল /ভেড়া/পাঁঠা পালন ২৫ ৫০ ৭৫
খ) গাভি পালন/ গরু মোটাতাজাকরণ/মহিষ পালন ৫০ ২৫ ৭৫
গ) লেয়ার/ ব্রয়লার/ সোনালী মুরগি পালন ২৫ ২৫
ঘ) ভার্মি কম্পোস্ট ৭৫ ৭৫ ১৫০
মোট ১৫০ ১৭৫ ১৩ ১৩ ৩২৫
খামার দিবস (সংখ্যা)  
খামার দিবস ৪২১ ৪২১
মোট ৪২১ ৪২১