Skip to main content
ইপসা জাতিসংঘের ”ইকোনোমিক এন্ড সোস্যাল কাউন্সিল” এর স্পেশাল কন্সালটেটিভ স্টাটাস প্রাপ্ত একটি সংগঠন

মানব পাচারের শিকার ও ভূক্তভোগী আশ্রয় ও সেবা

Child rescued and handover to his family.
Human chain
stall
workshop
visitors
Roundtable titled ‘
Roundtable
Rally on World Human Rights Day
Life Skill Training workshop
Visitors with YPSA official

প্রকল্পের নাম:

Promoting basic services to survivors in trafficking through integrate approach

দাতাসংস্থা: উইনরক ইন্টারন্যাশাল ও ইউএসএআইডি 

প্রকল্পের সময়কাল: নভেম্বর ২০০৯ থেকে অক্টোবর ২০১২ ( প্রতিবছর নবায়ন সাপেক্ষে) 

প্রকল্পের উপকারভোগী: মানব পাচারের শিকার সকল নারী, পুরুষ, শিশু এবং কিশোর-কিশোরী। 

প্রকল্প এলাকা: কক্সবাজার এবং বান্দরবান জেলা এবং চট্টগ্রাম বিভাগ। 

উল্লেখযোগ্য কার্যক্রম: এসিটি কর্মসূচীর কার্যক্রম দুইভাবে পরিচালিত হচ্ছে। তন্মধ্যে কিছু কার্যক্রম হচ্ছে শেল্টারভিত্তিক এবং কিছু কার্যক্রম মাঠ পর্যায়ে বাস্তবায়িত হচ্ছে।

শেল্টারভিত্তিক কার্যক্রম সমূহ: 

শেল্টারের ঠিকানা: “শান্ত নিলয়” উত্তরহাজি পাড়া ,পাওয়ার হাউজ (উপজেলা পরিষদ সংলগ্ন), কঙ্বাজার সদর, কঙ্বাজার।
– নিরাপদ ও সুন্দর পরিবেশে থাকা, খাওয়া ও পোশাকের ব্যবস্থা। (বর্তমানে ১৫ সারভাইভার থাকতে পারে)
– একান্ত ব্যক্তিগত প্রয়োজনীয় সামগ্রী প্রদান।
– প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা, কাউন্সেলিং সার্পোট ও আইনগত সহায়তা।
– আয়-বৃদ্ধিমূলক বিভিন্ন ভোকেশনাল প্রশিন প্রদান
– সৃজনশীল ও প্রতিভা বিকাশ ধর্মী কার্যক্রম ( ড্রইং ও সাংস্কৃতিক বিভিন্ন উদ্যোগ)
– বিভিন্ন সচেতনতামূলক শিক্ষা কার্যক্রম- মানব পাচার, এইচআইভি/এইডস্, মাদক, বাল্য বিবাহ, বহুবিবাহ, ভোটার রাইটস, নাগরিক দায়িত্ব ও কর্তব্য ইত্যাদি।
– জীবন দক্ষতা শিক্ষা কার্যক্রম
– ডাটা বেইজ তৈরী করা
– ফরমাল ও ননফরমাল শিা কার্যক্রমের সুযোগ নিশ্চিত করা।
– সার্বনিক মোবাইল হটলাইন সার্ভিস প্রদান।

শেল্টারের বাইরের কার্যক্রম সমূহ: 

– মানব পাচার সংক্রান্ত মাঠ পর্যায় থেকে যাবতীয় তথ্য সংগ্রহ করা।
– এলিজিবিলিটি ফরমেট অনুযায়ী সংগৃহীত তথ্য যাচাই করা (সংশিষ্ট সকলের সাথে আলোচনা করে)।
– আইন শৃংখলা কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট স্থানীয় জেলা ও উপজেলা প্রশাসন এবং ব্যক্তি বর্গের সাথে এসিটি প্রোগ্রাম বিষয়ক সভা।
– প্রেস কনফারেন্সের আয়োজন করা।
– প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা, কাউন্সেলিং সার্পোট ও আইনগত সহায়তা।
– মানব পাচারের শিকার ব্যক্তি পরিবার ও এলাকার সংশ্লিষ্টদের সাথে আলোচনার মাধ্যমে ইন্টিগ্রেশন ।
– সরকারি, বেসরকারি কিংবা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন কারিগরী প্রশিনের সুয়োগ নিশ্চিত করা ।
– ফরমাল স্কুলে ভর্তি এবং শিক্ষা সহায়তা প্রদান।
– জীবন দক্ষতা শিক্ষা কার্যক্রম
– মানব পাচার থেকে উদ্ধারকৃতদের প্রয়োজনীয় প্রশিন এবং আর্থিক সহায়তা প্রদান।
এবং যোগ্যতা ভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা করা।