Skip to main content
ইপসা জাতিসংঘের ”ইকোনোমিক এন্ড সোস্যাল কাউন্সিল” এর স্পেশাল কন্সালটেটিভ স্টাটাস প্রাপ্ত একটি সংগঠন

দক্ষিণ এশিয়ায় একীভুত সমাজভিত্তিক দুর্যোগ ঝূঁকি ব্যবস্থাপনা

Alekdia Shelter
Mock Drill Program
Mock Drill Program
Eye treatment on Eye Campaign
Prize distribution ceremony
Training participants
Dr. Ranajit Kumar Biswas a Persons with disability
Eye treatment on Eye Campaign
rally
meeting
Mock Drill Program
Kazipar Shelter
Group photo
Handicap International Team in a meeting
Group photo
DRM Training for Person with Disable
meeting

প্রকল্পের নামঃ Community Based Disaster Risk Management (CBDRM) inclusive in South Asia program

সময়কালঃ  জুন ২০১১ থেকে আগষ্ট ২০১২।

কর্ম এলাকাঃ সীতাকুন্ড উপজেলার কুমিরা এবং সৈয়দপুর ইউনিয়ন

প্রকল্পের লক্ষ্য: দক্ষিন এশিয়ার যে সকল এলাকায় প্রাকৃতিক দুর্যোগ বেশি আঘাত হানে সে সব এলাকার বিপদাপন্নতা কমানোর জন্য স্থানীয় জনগনকে সচেতন এবং তাদের সাড়া দেয়ার দক্ষতা বৃদ্ধি করে প্রাকৃতিক দুর্যোগে অধিক বিপদাপন্নদের ক্ষতির হাত থেকে রক্ষা করা।

উদ্দেশ্যঃ  দক্ষিন এশিয়ায় স্থানীয় পর্যায়ে একীভুত সমাজভিত্তিক দুর্যোগ ঝূঁকি ব্যবস্থাপনার অনুশীলন বৃদ্ধি করা যা অধি-পরামর্শ করবে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে একীভুত দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা উন্নীত করা।

প্রধান প্রধান কার্যক্রমঃ

  • অংশগ্রহনমুলক পদ্ধতিতে এলাকাভিত্তিক দুর্যোগের ঝুঁকি নিরূপন এবং একীভুত দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা প্রনয়ণ।
  • প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার এবং তাদেরকে দুর্যোগ ব্যবস্থাপনায় একীভুত করার জন্য জনগনের সচেতনতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়ন পরিচালনা করা।
  • একীভূত দুর্যোগ ব্যবস্থাপনা প্রস্ত্ততির জন্য সমাজভিত্তিক প্রশিক্ষন এবং মহড়ার ব্যবস্থা করা
  • দুর্যোগে সাড়া প্রদানের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রে দুর্যোগ পূর্ববর্তী সময়ে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহায়ক উপকরন মজুদ করা।
  • সেবার সুযোগ এবং অংশগ্রহন নিশ্চিত করনে সহায়তার জন্য প্রতিবন্ধী ব্যক্তি এবং তাদের পরিবার সনাক্তকরন, তাদের চাহিদা নিরুপন এবং তথ্যপ্রদান ও বিভিন্ন সেবা প্রাপ্তির জায়গাগুলোতে যোগাযোগ স্থাপনে সহায়তা করা।
  • দুর্যোগকালীন সময়ে চলাচলের সুবিধার জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরন ও তা ব্যবহারের উপর প্রশিক্ষণ প্রদান।
  • পারিবারিক পর্যায়ে প্রতিবন্ধী ব্যক্তিবর্গের সহজে চলাচলের জন্য বসতরাড়ীর প্রবেশগম্যতার উন্নয়নের জন্য ‘প্রদর্শনীমূলক’ ভাবে খাপ-খাওয়ানোর কাজ করা।
  • একীভুত দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় প্রতিবন্ধী ব্যক্তিবর্গের বিশেষ চাহিদা ও স্বাস্থ্য সেবা প্রাপ্তির উন্নয়নের জন্য সরকারী স্থানীয় স্বাস্থ্য কর্মীদের দÿতা উন্নয়ন ।
  • বিভিন্ন পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কাঠামোতে প্রতিবন্ধিতা বিষয়ক তথ্য আদান প্রদান, যোগাযোগ এবং নেটওয়ার্ককে শক্তিশালীকরনে সহায়তা করা।
  • প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের সংগঠনসমুহকে স্ব-সক্রিয়ভাবে দুর্যোগের ঝুঁকি ব্যবস্থাপনা এবং একীভূত দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় অংশগ্রহন এবং সমন্ব^য় করা।
  • একীভুত দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (ডিপিও) সমূহের অংশগ্রহন উন্নয়নের জর‌্য তাদের দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষন প্রদান।
  • দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উর্দ্বতন এবং মধ্যম সারির কর্মকর্তা সহ আঞ্চলিক এবং স্থানীয় পর্যায়ে যে সকল স্ব-শাসিত প্রতিষ্ঠান রয়েছে তাদের নির্বাচিত প্রতিনিধিদেরকে ইউএনসিআরপিডি এবং একীভূত দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে প্রশিক্ষন প্রদান করা
  • একীভূত দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে প্রতিটি দেশে বিভিন্ন উপকরণ চুড়ামত্ম করার মাধমে ‘আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা টুলকিট’ তৈরী করা।