এইচআইভি/এইডস প্রতিরোধ কর্মসূচীঃ যুবসমাজ ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী
প্রকল্পের নাম: Scale-up of HIV/AIDS Orientation, Training and Services to Young People through Integrated Youth Friendly Health Services (YFHS) and Life Skills-based Education (LSE) including Support to Access to Condoms (ACY)” (GFATM package-902).
লক্ষ্যঃ জীবন দক্ষতা শিক্ষা এবং যুববান্ধব স্বাস্থ্যসেবার মাধ্যমে যুবসমাজ মাঝে এইচআইভি/এইডস প্রতিরোধ।
উদ্দেশ্যঃ জীবন দক্ষতা শিক্ষা, প্রশিক্ষণের মাধ্যমে এইচআইভি/এইডস প্রতিরোধে যুববান্ধব স্বাস্থ্য সেবা কার্যক্রম প্রদান।
দাতা সংস্থা : গেবাল ফান্ড, বাংলাদেশ সরকার, সেইভ দ্যা চিল্ড্রেন-ইউএসএ
কার্যক্রমঃ জীবন দক্ষতা শিক্ষা ও যুব বান্ধব স্বাস্থ্যসেবা নিয়ে স্থানীয় সরকার এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এ্যাডভোকেসী প্রোগ্রাম।
- যুব বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্র এর জন্য ম্যাপিং এবং এসব স্বাস্থ্যসেবা কেন্দ্রের সুবিধা বৃদ্ধি করা।
- যুব বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্রের সার্ভিস প্রোভাইডারদের জন্য প্রশিক্ষণ।
- বাড়ি বাড়ি এইচআইভি প্রতিরোধে বিভিন্ন তথ্য ছড়িয়ে দেওয়ার জন্য স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ ।
- যুব বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্রের গেটকিপারদের সাথে সভা।
- পিয়ার এডুকেটরদের জন্য জীবন দক্ষতা শিক্ষা প্রশিক্ষণ।
- পিয়ার এপ্রোচের মাধ্যমে যুব সমাজের নিরাপদ যৌন সর্স্পকের উপর জীবন দক্ষতা শিক্ষা প্রশিক্ষণ।
- র্ফামেসির ওষুধ বিক্রেতা ও স্বাস্থ্যকর্মীদের কনডম বিষয়ে ওরিয়েন্টেশন।
লক্ষিত জনগোষ্ঠীঃ যুবসমাজ ১০-২৪বছর। ( জীবন দক্ষতা শিক্ষা- ১৫-২৪, যুববান্ধব স্বাস্থ্যসেবা কার্যক্রম-১০-২৪)
কর্মএলাকাঃ চট্টগ্রাম বিভাগ (৭ জেলায় ১৮টা উপজেলা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন )
কর্মসূচী বাস্তবায়নরত জেলা সমূহ :
- চট্টগ্রাম,কক্সবাজার, ফেনী ,কুমিলস্না ,বুাক্ষ্রণবাড়িয়া, রাঙ্গামাটি ও চাদপুঁর ।
জীবন দক্ষতা শিক্ষা প্রদানকৃত সর্বমোট যুবসমাজ – ৯৮,৫০০জন (প্রায়) যুবক/যুবতী
জীবন দক্ষতা শিক্ষা কার্যক্রম: মোট সহযোগী সংগঠন- ৫৭
- চট্টগ্রাম (সীতাকুন্ড, রাঙ্গুনীয়া ও চট্টগ্রাম সিটি এলাকা ): ১৮
- কুমিলv (কুমিলv সদর ও চৌদ্দগ্রাম): ০৭
- কক্সবাজার (কক্সবাজার সদর, রামু, উখিয়্যা ও টেকনাফ): ০৭
- ফেনী (ফেনী সদর ও ছাগলনাইয়া) : ০৭
- ব্রাহ্মনবাড়ীয়া (ব্রাহ্মণবাড়ীয়া সদর ও আখাউরা): ০৮
- রাঙ্গামাটি (রাঙ্গামাটি সদর ও কাউখালী): ০৭
যুববান্ধব স্বাস্থ্যসেবা কার্যক্রম: মোট HSDPs- ৫২
- চট্টগ্রাম (সীতাকুন্ড, রাঙ্গুনীয়া ও চট্টগ্রাম সিটি এলাকা ): ১৫
- কুমিলv (কুমিলv সদর ও চৌদ্দগ্রাম): ০৬
- কক্সবাজার (কক্সবাজার সদর, রামু, উখিয়্যা ও টেকনাফ): ১০
- ফেনী (ফেনী সদর ও ছাগলনাইয়া) : ০৭
- ব্রাহ্মনবাড়ীয়া (ব্রাহ্মণবাড়ীয়া সদর ও আখাউরা): ০৬
- রাঙ্গামাটি (রাঙ্গামাটি সদর ও কাউখালী): ০৫
অর্জন:
- ১২০ জন সার্ভিস প্রোভাইডার (নন ডক্টর) কে যুব বান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
- ২২০ জন সার্ভিস প্রোভাইডার (নন ডক্টর) কে যুব বান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক রিপ্রেশার প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
- ১২০ জন স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারী দের কে যুব বান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
- ৩০ জন গ্রাম্য ডাক্তার কে যুব বান্ধব স্বাস্থ্যসেবা সর্ম্পকিত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
- ৪৩৭ জন কমিউনিটি লোকজন কে প্রকল্পের কাজ এবং যুব বান্ধব স্বাস্থ্যসেবা সম্পকিত বিষয়ে অবহিত করা হয়েছে।
- ২৯৩৮০ জন যুবক যুবতীকে জীবন দক্ষতা শিক্ষা কার্যক্রমে অমর্ত্মভুক্ত করা হয়েছে।
- ১৫৩৯ জন কনডম সেলারদের কে ACY এবং জিএফএটিএম প্রজেক্ট সর্ম্পকে ওরিয়েন্টেশন দেওয়া হয়েছে ।