কিশোর-কিশোরী প্রজনন স্বাস্থ্য প্রকল্প
প্রকলোপর নাম: Strengthening Adolescent Reproductive Health
প্রকল্পের মেয়াদকাল: ২০০৮-২০১২ পর্যন্ত ।
দাতা সংস্থা : সিডা এবং প্লান ইন্টারন্যাশনাল
কর্মএলাকা: সীতাকুন্ড ও মিরসরাই উপজেলা।
প্রকল্পের লক্ষ্য: ঝুঁকিপূর্ণ কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবা বিশেষ করে প্রজনন স্বাস্থ্যসেবা বিষয়ে যথাযথ চাহিদা নিরুপন ও সচেতন করে স্বাস্থ্য সেবা পাওয়া যায় এমন স্থানে তাদের প্রবেশাধিকার বৃদ্ধি করা।
প্রকল্পের উদ্দেশ্য : বাংলাদেশ সরকার, জাতিসংঘ এবং অন্যান্য ষ্টেকহোল্ডারদের সক্রিয় অংশগ্রহনের মাধ্যমে কিশোর-কিশোরী প্রজনন স্বাস্থ্য প্রকল্প ঐঘচঝচ ফ্রেমওয়ার্কের মাধ্যমে বাস্তবায়ন করার জন্য কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বাংলাদেশের নির্ধারিত এলাকায় চিহ্নিত করে তা হ্রাস করার জন্য যোগ্য পরিবেশ তৈরীতে সহায়তা করা।
লক্ষিত বা উদ্দীষ্ট জনগোষ্ঠী: ০৯-১৯ বছরের কিশোর-কিশোরী।
উল্লেখযোগ্য সম্পাদিত কার্যক্রম:
প্রকলেপর কর্মচারী,কর্মকতাদের শিশুকেন্দ্রিক সমাজ উন্নয়ন পন্থা বিষয়ক প্রশিক্ষন কর্মশালা
জেন্ডার বিষয়ক প্রশিক্ষন-প্রকল্পের কর্মচারী ও কর্মকর্তাদের
ইমারশন-কর্ম এলাকার বিভিন্ন জনগোষ্ঠীর সাথে (শিশু, কৈশোর,ক্লাব,সিভিল সোসাইটি, স্থানীয় সরকার ও পিতামাতা/অভিভাবক) মিটিং করা ।
এলাকার বর্তমান অবস্থার প্রেক্ষিতে বিভিন্ন শ্রেনীর অংশগ্রহনে মবিলিটি ম্যাপ,সামাজিক মানচিত্র ও অবস্থা যাচাই ও সম্পদের মানচিত্র নির্ণয়
সংশ্লিষ্ট এলাকার কিশোর-কিশোরীদের পরিবার ভিত্তিক তথ্য সংগ্রহ
ইউপি,সিভিলসো্সাইটি,ক্লাব ও অন্যান্যদের অংশ গ্রহনে স্টেকহোল্ডার মিটিং
নেতৃত্ব উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রশিক্ষন- প্রকলেপর কর্মচারী,কর্মকতা ও কিশোরকিশোরী সার্ভিস কমিটিদের প্রকল্পের কর্মচারী,কর্মকতা ও কিশোরকিশোরীদের পিয়ার এডুকেশন প্রশিক্ষন প্রদান