Skip to main content
ইপসা জাতিসংঘের ”ইকোনোমিক এন্ড সোস্যাল কাউন্সিল” এর কন্সালটেটিভ স্টাটাস প্রাপ্ত একটি সংগঠন

ক্লাইমেট রিজিলিয়েন্ট পার্টিসিপেটরী এফরেষ্টেশন এন্ড রিফরেষ্টেশন (সিআরপিএআর) প্রজেক্ট

VFDG based session conduct on Homestead vegetable cultivation by Sub-Assistant, Agriculture officer at Harbang
Plantation-Nursery
MRSLF cq disbursement
MRSLF-AIGA, Grocery shop with Tea Stall at Deboltoli Dalarmukh FDG Pohorchanda Harbang Union
cow fattening
Meeting with Department of Forest, Cox's Bazar.
Woman in vegetable filed
Video show at Nariccha FDG, Chunati.
Demo plot of Vermi Compost Fertilizer.
Household Survey
Khuniapalong CPG petroling-with-FG-at-the starting of their formation
Alternative Income Generating Activity (AIGA) - Middle Napithkhali, FDG
Forest Dependent Group (FDG) member cooking with an Improved Cookstoves (ICS)
Seedling distribution through Range Officer
EU Team viait at Saplapur federation
a woman is sewing.
AIGA-Poultry
Weeding at Deboltoli Dalarmukh, FDG. Pohorchanda Forest Beat
Seedling distribution on World Environment Day
Group photo

প্রকল্পের শিরোনাম: ক্লাইমেট রিজিলিয়েন্ট পার্টিসিপেটরী এফরেষ্টেশন এন্ড রিফরেষ্টেশন (সিআরপিএআর) প্রজেক্ট

পার্ট-২: অল্টারনেটিভ লাইভলীহুড্স টু সাপোর্ট ফরেষ্ট কমিউনিটিস (এএলএসএফসি)

ভুমিকা: বাংলাদেশ বন বিভাগের একটি প্রকল্প, আর্থিক সহায়তায় বাংলাদেশ জলবায়ু পরিবর্তন সহায়ক তহবিল (বিসিসিআরএফ)-বিশ্ব ব্যাংক এবং আরণ্যক ফাউন্ডেশন। ইপসা দক্ষিণ-পূর্ব অঞ্চলে বন নির্ভরশীল জনগোষ্ঠীর জীবিকায়নে সহায়তা করণ অংশটি বাসত্মবায়ন করছে।

প্রকল্পের উদ্দেশ্য:

  • বন নির্ভর নয় এমন বিকল্প জীবিকায়ন কর্মসূচীর মাধ্যেমে বন এলাকার চারপাশের জনগোষ্ঠীর বনের উপর নির্ভরশীলতা হ্রাস করা;
  • বন নির্ভর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও সচেতনতায়নের মাধ্যমে স্থায়ীত্বশীল প্রাতিষ্ঠানিক উন্নয়ন ঘটানো;
  • চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কমানোর জন্য বন সম্পদের টেকসই ব্যবহার, সংরক্ষণ ও ব্যবস্থাপনায় সক্রিয় অবদান রাখা ;

প্রকল্পের জনবল:

২৯ জন। প্রকল্প ব্যবস্থাপক-১ জন, ট্রেনিং ও মনিটরিং কর্মকর্তা-১ জন, আঞ্চলিক হিসাব ও অর্থ কর্মকর্তা-১ জন, সাইট সমন্বয়কারী-৫ জন, ফিল্ড ফ্যাসিলিটেটর-১১ জন, সাইট হিসাব সহকারী-৫ জন এবং সাপোর্ট ষ্টাফ-৫ জন।

কর্মএলাকা, সাইট অফিস:

কক্সবাজার ও চট্টগ্রাম জেলায় ৫ টি সাইট অফিসের মাধ্যমে প্রকল্পটি বাসত্মবায়ন করা হচ্ছে।  সীতাকুন্ড সাইট-সীতাকুন্ড, মীরসরাই, ফটিকছড়ি ও সন্ধীপ উপজেলা। চট্টগ্রাম সাইট-হাটহাজারী, রাঙ্গুনিয়া, সাতকানিয়া (আংশিক) উপজেলা। বাঁশখালী সাইট– বাঁশখালী, পেকুয়া, চকরিয়া (আংশিক), লোহাগাড়া ও সাতকানিয়া (আংশিক) উপজেলা। কক্সবাজার সাইট– কক্সবাজার, মহেশখালী, রামু (আংশিক) ও  চকরিয়া (আংশিক) উপজেলা এবং উখিয়া সাইট– রামু (আংশিক), উখিয়া ও টেকনাফ উপজেলা।

প্রকল্পের প্রধান কার্যক্রম সমূহ : ১. বন নির্ভরশীল দল/জনগোষ্ঠী ও সহ-ব্যবস্থাপনা সংগঠনের সমাজিক সমাবেশ করণ এবং  প্রাতিষ্ঠানিক উন্নয়ন, ২. বন নির্ভরশীল দল/জনগোষ্ঠীর বিকল্প জীবিকায়নে কারিগরী দক্ষতা উন্নয়ন এবং ৩. বন নির্ভরশীল দল/জনগোষ্ঠীর জন্য ঘুণায়মান সঞ্চয় ও   ঋণ  তহবিল প্রতিষ্ঠা করা; ৪. জীববৈচিত্র্য সংরক্ষণে জীবিকায়ন সহায়তার প্রভাব মনিটরিং করা।

ক্ষমাত্রা ও অর্জনসমূহ:

  • ইপসা ও আরণ্যক ফাউন্ডেশনের মধ্যে দ্বি-পাক্ষিক চুক্তিঃ নভেম্বর’ ২০১৩ খ্রিষ্টাব্দ
  • কার্যক্রম শুরম্নঃ ২৩ নভেম্বর’ ২০১৩ খ্রিষ্টাব্দ
  • কর্মী নিয়োগ- নভেম্বর ও ডিসেম্বর’ ২০১৩ খ্রিষ্টাব্দ
  • সংশিস্নষ্ট ৫টি বন বিভাগ হতে প্রকল্পের আওতায় পরিকল্পনাধীন প্রসত্মাবিত বনায়নের তথ্য সংগ্রহ
  • প্রসত্মাবিত বনায়ন এলাকার ৬৪৭ টি গ্রামের তথ্য সংগ্রহ, বিশেস্নষন।
  • বন বিভাগ ও ইপসা’র সমন্বয সভাঃ ৫ টি ও সংশিস্নষ্ট বিভাগীয় বন কর্মকর্তা ও প্রজেক্ট ষ্টাফ
  • বন সংরক্ষক, চট্টগ্রাম সার্কেল এর সাথে সমন্বয় সভা: ২ টি।
  • প্রকল্প কর্মীদের জন্য ২দিনব্যাপী সংস্থা (ইপসা) সম্পর্কে ওরিয়েন্টেশন
  • প্রকল্প কর্মীদের জন্য ২দিনব্যাপী গ্রাম নিবার্চন কর্মশালা এবং পিআরএ প্রশিক্ষণ আয়োজন।
  • তথ্য যাচাই বাছাই/ তথ্য বিশেস্নষন শেষে ১২০টি গ্রাম নির্বাচন
  • পিআরএ, খানা জরিপ, তথ্য বিশেস্নষণ ও ভ্যালিডেশন সভার মাধ্যমে ১২০টি গ্রামে ৩৬০০টি পরিবার নির্বাচন
  • কমিউনিটি ভলান্টিার নির্বাচনঃ ৫ টি সাইট এ ভলান্টিয়ার নিয়োগ পরিক্ষা ও ১২০ জন ভলান্টিয়ার নিয়োগ।
  • কমিউনটি ভলান্টিয়ারদের প্রশিক্ষণ প্রদান (জুন’১৪ এ হবে)
  • আমত্মর্জাতিক বন দিবস’২০১৪ পালন (বন বিভাগের সাথে)
  • বিশ্ব পরিবেশ দিবস উদযাপন: সাইট ভিত্তিক বিশ্ব পরিবেশ দিবস ২০১৪ উদ্যাপন । স্কুল ছাত্র-ছাত্রীদের ফলজ, বনজ ও ঔষধী চারা বিতরণ, প্রতিপাদ্য বিষয়-‘হতে হবে সোচ্চার, সাগরের উচ্চতা বাড়বো না আর’’ কালের কন্ঠ ও আজাদীতে ৬ জুন নিউজ  ছাপা হয়েছে।
  • ১০০০ জন নির্বাচিত অংশগ্রহনকারীদের মাঝে আয় বর্ধক কুইক ষ্টার্ট কার্যক্রমের অংশ হিসাবে মৌসুমী সব্জি বীজ বিতরণ (জুন’১৪)
  • প্রকল্প কর্মীদের জন্য ৩ দিনব্যাপী ওডিএম প্রশিক্ষণ আয়োজন (জুন’১৪)
  • প্রকল্প কর্মী ও উর্ধ্বতন ব্যবস্থাপনা পর্ষদের সাথে মাসিক/ ত্রৈমাসিক সভা ও কর্মপরিকল্পনা নির্ধারনী সভা আয়োজন।
  • প্রকল্পের ত্রৈমাসিক অগ্রগতি প্রতিবেদন প্রণয়ন।