ক্লাইমেট রিজিলিয়েন্ট পার্টিসিপেটরী এফরেষ্টেশন এন্ড রিফরেষ্টেশন (সিআরপিএআর) প্রজেক্ট
প্রকল্পের শিরোনাম: ক্লাইমেট রিজিলিয়েন্ট পার্টিসিপেটরী এফরেষ্টেশন এন্ড রিফরেষ্টেশন (সিআরপিএআর) প্রজেক্ট
পার্ট-২: অল্টারনেটিভ লাইভলীহুড্স টু সাপোর্ট ফরেষ্ট কমিউনিটিস (এএলএসএফসি)
ভুমিকা: বাংলাদেশ বন বিভাগের একটি প্রকল্প, আর্থিক সহায়তায় বাংলাদেশ জলবায়ু পরিবর্তন সহায়ক তহবিল (বিসিসিআরএফ)-বিশ্ব ব্যাংক এবং আরণ্যক ফাউন্ডেশন। ইপসা দক্ষিণ-পূর্ব অঞ্চলে বন নির্ভরশীল জনগোষ্ঠীর জীবিকায়নে সহায়তা করণ অংশটি বাসত্মবায়ন করছে।
প্রকল্পের উদ্দেশ্য:
- বন নির্ভর নয় এমন বিকল্প জীবিকায়ন কর্মসূচীর মাধ্যেমে বন এলাকার চারপাশের জনগোষ্ঠীর বনের উপর নির্ভরশীলতা হ্রাস করা;
- বন নির্ভর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও সচেতনতায়নের মাধ্যমে স্থায়ীত্বশীল প্রাতিষ্ঠানিক উন্নয়ন ঘটানো;
- চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কমানোর জন্য বন সম্পদের টেকসই ব্যবহার, সংরক্ষণ ও ব্যবস্থাপনায় সক্রিয় অবদান রাখা ;
প্রকল্পের জনবল:
২৯ জন। প্রকল্প ব্যবস্থাপক-১ জন, ট্রেনিং ও মনিটরিং কর্মকর্তা-১ জন, আঞ্চলিক হিসাব ও অর্থ কর্মকর্তা-১ জন, সাইট সমন্বয়কারী-৫ জন, ফিল্ড ফ্যাসিলিটেটর-১১ জন, সাইট হিসাব সহকারী-৫ জন এবং সাপোর্ট ষ্টাফ-৫ জন।
কর্মএলাকা, সাইট অফিস:
কক্সবাজার ও চট্টগ্রাম জেলায় ৫ টি সাইট অফিসের মাধ্যমে প্রকল্পটি বাসত্মবায়ন করা হচ্ছে। সীতাকুন্ড সাইট-সীতাকুন্ড, মীরসরাই, ফটিকছড়ি ও সন্ধীপ উপজেলা। চট্টগ্রাম সাইট-হাটহাজারী, রাঙ্গুনিয়া, সাতকানিয়া (আংশিক) উপজেলা। বাঁশখালী সাইট– বাঁশখালী, পেকুয়া, চকরিয়া (আংশিক), লোহাগাড়া ও সাতকানিয়া (আংশিক) উপজেলা। কক্সবাজার সাইট– কক্সবাজার, মহেশখালী, রামু (আংশিক) ও চকরিয়া (আংশিক) উপজেলা এবং উখিয়া সাইট– রামু (আংশিক), উখিয়া ও টেকনাফ উপজেলা।
প্রকল্পের প্রধান কার্যক্রম সমূহ : ১. বন নির্ভরশীল দল/জনগোষ্ঠী ও সহ-ব্যবস্থাপনা সংগঠনের সমাজিক সমাবেশ করণ এবং প্রাতিষ্ঠানিক উন্নয়ন, ২. বন নির্ভরশীল দল/জনগোষ্ঠীর বিকল্প জীবিকায়নে কারিগরী দক্ষতা উন্নয়ন এবং ৩. বন নির্ভরশীল দল/জনগোষ্ঠীর জন্য ঘুণায়মান সঞ্চয় ও ঋণ তহবিল প্রতিষ্ঠা করা; ৪. জীববৈচিত্র্য সংরক্ষণে জীবিকায়ন সহায়তার প্রভাব মনিটরিং করা।
লক্ষমাত্রা ও অর্জনসমূহ:
- ইপসা ও আরণ্যক ফাউন্ডেশনের মধ্যে দ্বি-পাক্ষিক চুক্তিঃ নভেম্বর’ ২০১৩ খ্রিষ্টাব্দ
- কার্যক্রম শুরম্নঃ ২৩ নভেম্বর’ ২০১৩ খ্রিষ্টাব্দ
- কর্মী নিয়োগ- নভেম্বর ও ডিসেম্বর’ ২০১৩ খ্রিষ্টাব্দ
- সংশিস্নষ্ট ৫টি বন বিভাগ হতে প্রকল্পের আওতায় পরিকল্পনাধীন প্রসত্মাবিত বনায়নের তথ্য সংগ্রহ
- প্রসত্মাবিত বনায়ন এলাকার ৬৪৭ টি গ্রামের তথ্য সংগ্রহ, বিশেস্নষন।
- বন বিভাগ ও ইপসা’র সমন্বয সভাঃ ৫ টি ও সংশিস্নষ্ট বিভাগীয় বন কর্মকর্তা ও প্রজেক্ট ষ্টাফ
- বন সংরক্ষক, চট্টগ্রাম সার্কেল এর সাথে সমন্বয় সভা: ২ টি।
- প্রকল্প কর্মীদের জন্য ২দিনব্যাপী সংস্থা (ইপসা) সম্পর্কে ওরিয়েন্টেশন
- প্রকল্প কর্মীদের জন্য ২দিনব্যাপী গ্রাম নিবার্চন কর্মশালা এবং পিআরএ প্রশিক্ষণ আয়োজন।
- তথ্য যাচাই বাছাই/ তথ্য বিশেস্নষন শেষে ১২০টি গ্রাম নির্বাচন
- পিআরএ, খানা জরিপ, তথ্য বিশেস্নষণ ও ভ্যালিডেশন সভার মাধ্যমে ১২০টি গ্রামে ৩৬০০টি পরিবার নির্বাচন
- কমিউনিটি ভলান্টিার নির্বাচনঃ ৫ টি সাইট এ ভলান্টিয়ার নিয়োগ পরিক্ষা ও ১২০ জন ভলান্টিয়ার নিয়োগ।
- কমিউনটি ভলান্টিয়ারদের প্রশিক্ষণ প্রদান (জুন’১৪ এ হবে)
- আমত্মর্জাতিক বন দিবস’২০১৪ পালন (বন বিভাগের সাথে)
- বিশ্ব পরিবেশ দিবস উদযাপন: সাইট ভিত্তিক বিশ্ব পরিবেশ দিবস ২০১৪ উদ্যাপন । স্কুল ছাত্র-ছাত্রীদের ফলজ, বনজ ও ঔষধী চারা বিতরণ, প্রতিপাদ্য বিষয়-‘হতে হবে সোচ্চার, সাগরের উচ্চতা বাড়বো না আর’’ কালের কন্ঠ ও আজাদীতে ৬ জুন নিউজ ছাপা হয়েছে।
- ১০০০ জন নির্বাচিত অংশগ্রহনকারীদের মাঝে আয় বর্ধক কুইক ষ্টার্ট কার্যক্রমের অংশ হিসাবে মৌসুমী সব্জি বীজ বিতরণ (জুন’১৪)
- প্রকল্প কর্মীদের জন্য ৩ দিনব্যাপী ওডিএম প্রশিক্ষণ আয়োজন (জুন’১৪)
- প্রকল্প কর্মী ও উর্ধ্বতন ব্যবস্থাপনা পর্ষদের সাথে মাসিক/ ত্রৈমাসিক সভা ও কর্মপরিকল্পনা নির্ধারনী সভা আয়োজন।
- প্রকল্পের ত্রৈমাসিক অগ্রগতি প্রতিবেদন প্রণয়ন।