গৃহকর্মী নারীশিশুদের ঝুঁকিমুক্ত জীবন
প্রকল্পের নাম: Safer life of Girl Domestic Workers Project
লক্ষ্য: গৃহকর্মী হিসাবে মেয়েশিশুদের সংখ্যা কমানো ।
সময়কাল: জুন ২০১০ থেকে মে ২০১২
দাতাগোষ্ঠী: শাপলা নীড়
কর্মএলাকা: চট্টগ্রাম শহর(মেহেদীবাগ ও বাকলিয়া) এবং মিরসরাই ও বাশঁখালী উপজেলা।
কার্যক্রম:
গৃহকর্মীদের জন্য ২টা সেন্টার স্থাপন
ওদের সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য বেইজলাইন সার্ভে শিক্ষা প্রদান।
জীবন দক্ষতা শিক্ষা প্রদানের জন্য মডিউল তৈরি।
আয়বর্ধক কর্মসূচীর উপর ডিজিটাল টকিং বই তৈরি।
৩ দিনের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষন।
সেলাই, ইস্ত্রি, বাচ্চা দেখাশুনা, বাড়ির কাজ ও স্বাস্থ্যসুরক্ষার প্রশিক্ষন ক্যাম্পেইন প্রোগ্রাম।
চাকুরীদাতা, পিতা/মাতা অথবা অভিভাবক, স্থানীয় সরকার ও গনমাধ্যমের কর্মচারীদের সাথে এই ইস্যু নিয়ে মিটিং/ওর্য়াকশপ পরিচালনা।