জরুরী ত্রান সহায়তার মাধ্যমে সাইক্লোন আশ্রয় কেন্দ্রে পানি ও স্যানিটেশন নিশ্চিতকরণ
প্রকল্পের নাম: Disaster Preparedness By Ensuring Water and Sanitation Facilities in Relief Shelters- DPEWSFRS
লক্ষ্য: বাংলাদেশের সাইক্লোনপ্রবণ এলাকায় জরুরী ত্রান সহায়তার মাধ্যমে পানি ও স্যানিটেশনের অপর্যাপ্ততার কারনে সংগঠিত গনতা ও মৃতুহার হ্রাস করা।
উদ্দেশ্য: ২০টি সাইক্লোন আশ্রয় কেন্দ্রে নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পায়খানা সরবরাহ।
দূর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার সম্প্রদায়ের জনগনের মধ্যে সচেতনতা তৈরি।
দাতাসংস্থার নাম: আইরিশ এইড এবং কনর্সান ইউনিভার্সেল-বাংলাদেশ
সময়কাল : ১ জানুয়ারী ২০০৯ ইং- ডিসেম্বর ২০১০ ইং।
প্রকল্প এলাকা: কক্সবাজার জেলা উপজেলা: মহেশখালী ও পেকুয়া।
কর্মকান্ড:
- ২০টি নিরাপদ পানির উৎস ও ২০টি স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি।
- উন্মুক্ত আলোচনা।
- এলাকার জনগন নিয়ে সভা।
- বিদ্যালয় কর্মসূচী ।
- WATSAN বিষয় ও আলোচ্যসূচী।
- WATSAN টেকনোলজি।
অর্জন:
পেকুয়ায় ১০ টি এবং মহেশখালীতে ১০ টি এলাকায় ওয়াটার টেকনোলজি স্থাপন করা। পেকুয়ায় ১০৭টি এবং মহেশখালীতে ১০ টি এলাকায় স্বাস্থ্যসম্মত পায়াখানা নির্মান। যার ফলে প্রতি সেন্টারে ২,০০০ জন করে প্রায় ৪০,০০০। এবং (প্রতি সেন্টারে ২৫০ জন করে) প্রায় ৫,০০০ জন বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী সরাসরি উপকৃত হচ্ছে।