দারিদ্র্য দুরীকরণের লক্ষ্যে দরিদ্র পরিবারসমূহের সম্পদ ও সক্ষমতা বৃদ্ধি (সমৃদ্ধি)
কর্মসূচির নাম: Enhancing Resources and Increasing Capacities of Poor Households Towards Elimination of their Poverty (ENRICH).
কর্মসূচির মেয়াদ: চলমান
দাতা সংস্থার নাম: পিকেএসএফ
সমৃদ্ধি কর্মএলাকা:
১) সৈয়দপুর ইউনিয়ন- ইউনিয়ন: সৈয়দপুর, উপজেলা: সীতাকুণ্ড, জেলা: চট্টগ্রাম।
২) কলমপতি ইউনিয়ন- ইউনিয়ন:কলমপতি, উপজেলা: কাউখালী, জেলা: রাঙ্গামাটি পার্বত্য জেলা।
৩) পানছড়ি ইউনিয়ন- ইউনিয়ন:পানছড়ি সদর ইউনিয়ন, উপজেলা: পানছড়ি, জেলা: খাগড়াছড়ি পার্বত্য জেলা।
বাস্তবায়িত কার্যক্রম ও অর্জন:
- স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবা প্রদান
- বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে ত্রৈমাসিক ভিত্তিতে স্বাস্থ্য সেবা প্রদান
- ঝরে পড়া রোধে শিক্ষা কার্যক্রম
- সঞ্চয় ও ঋণ কর্মসূচী
- বন্ধু চুলা তৈরী ও বিপনন কার্যক্রম
- বাসকপাতা উৎপাদন কার্যক্রম
- গুটি ইউরিয়া ব্যবহারে উদ্বুদ্ধকরণ
- কিটনাশক ছাড়া পোকাদমন ও কৃষি কার্যক্রম।
- ভার্মি কম্পোজ উৎপাদনে কৃষকদের সহায়তা প্রদান
- বছর ব্যাপী নিয়মিতভাবে কৃমিনাশক ঔষধ বিতরণ
- বাড়ীর আঙ্গিনায় সবজী চাষের জন্য বীজ বিতরণ
- ভিক্ষুক মুক্ত ইউনিয়ন গঠনের লক্ষ্যে ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রম
- বিশেষ সঞ্চয় কার্যক্রম
- যুব উন্নয়ন ও কর্মসংস্থানে সহায়তা করা
- অবকাঠামো উন্নয়ন যেমন-ব্রীজ, কালভার্ট মেরামত ও নির্মান। কমিউনিটির অংশগ্রহনে টিউবওয়েল, ল্যাট্রিন তৈরী করা
- সমৃদ্ধি ওয়ার্ড কেন্দ্র স্থাপন
মে–২০১৭ইং পর্যন্ত সমৃদ্ধি কর্মসূচির সার্বিক কর্মকাণ্ডের তথ্য ও অর্জন | |||||||||||||||||||
ক্রমিক নং | কর্মকাণ্ডের বিবরণ | সৈয়দপুর | কলমপতি | পানছড়ি | মোট | ||||||||||||||
১ | স্ট্যাটিক ক্লিনিক আয়োজন | ১,৭০৫ | ৫১৮ | ৪৫২ | ২,৬৭৫ | ||||||||||||||
২ | স্যাটেলাইট ক্লিনিক আয়োজন | ৩৯২ | ১১০ | ৯৫ | ৫৯৭ | ||||||||||||||
৩ | স্বাস্থ্য ক্যাম্প আয়োজন | ২১ | ৯ | ৬ | ৩৬ | ||||||||||||||
৪ | বিশেষ চক্ষুক্যাম্প আয়োজন | ৪ | ৩ | ৩ | ১০ | ||||||||||||||
৫ | বিশেষ চক্ষুক্যাম্পে সেবা গ্রহনকারীর সংখ্যা | ৮২৭ | ৪৩৭ | ৩৪৪ | ১,৬০৮ | ||||||||||||||
৬ | চোখের ছানি অপারেশন | ৫৬ | ৪৬ | ৪২ | ১৪৪ | ||||||||||||||
৭ | চলমান শিক্ষাকেন্দ্র | ২৪ | ২৫ | ২৫ | ৭৪ | ||||||||||||||
৮ | বর্তমান ছাত্র-ছাত্রী | ছাত্র | ৫১৬ | ২৪৯ | ২৫৯ | ১,০২৪ | |||||||||||||
ছাত্রী | ৫৯০ | ২৩৮ | ২৪৮ | ১,০৭৬ | |||||||||||||||
৯ | বন্ধু চুলা তৈরী | ৬২২ | ৬২২ | ||||||||||||||||
১০ | সমৃদ্ধি কেন্দ্র স্থাপন | ৯ | ৯ | ৯ | ২৭ | ||||||||||||||
১১ | সবজি বীজ বিতরণ করা হয়েছে | পরিবার সংখ্যা | ৬০০ | ৬০০ | |||||||||||||||
টাকার পরিমাণ | ১২০,০০০ | ১২০,০০০ | |||||||||||||||||
১২ | ভিক্ষুক পুনবাসন কার্যক্রম | ১০ | ২ | ২ | ১৪ | ||||||||||||||
১৩ | কমিউনিটি ডেভেলপমেন্ট ওয়ার্ক ব্রীজ/কালভার্ড | ১৭ | ৮ | ৮ | ৩৩ | ||||||||||||||
১৪ | কমিউনিটি ডেভেলপমেন্ট ওয়ার্ক টিউবয়েল | ১৯ | ১৫ | ১৫ | ৪৯ | ||||||||||||||
১৫ | কমিউনিটি ডেভেলপমেন্ট ওয়ার্ক ল্যাট্রিন | ১৭ | ১৫ | ১৫ | ৪৭ | ||||||||||||||
১৬ | কৃমি ঔষধ/পুষ্টিকনা/আয়রন ট্যাবলেট বিতরণ (সংখ্যা) | ৮৯,৭৯০ | ৩৬,৬২৫ | ৬৬,৩৫০ | ১৯২,৭৬৫ | ||||||||||||||
১৭ | সাজনা/ লেবু গাছ লাগানো পরিবারের সংখ্যা | ৩৫৪ | ৮২৪ | ৪০০ | ১,৫৭৮ |