প্রতিবন্ধী জনগোষ্ঠীর টেকসই জীবিকায়ন ও অন্তর্ভূক্তিমূলক উন্নয়ন
কর্মসূচির নাম: Ensuring a sustainable livelihood for People with Disabilities through Inclusive Financing Program.
কর্মসূচির মেয়াদ: চলমান
দাতা সংস্থার নাম: পিকেএসএফ
কর্ম এলাকা: সকল এমএফএন্ডএমই শাখা এলাকা
লক্ষ্য: প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার মাধ্যমে অধিকার ভিত্তিক বাধামুক্ত সমাজ প্রতিষ্ঠা করা।
উদ্দেশ্য :
প্রতিবন্ধীব্যক্তিদের সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা।
প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা ও তথ্য প্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সরকারী সেবা গ্রহনে সক্রিয় করা।
বাস্তবায়িত কার্যক্রম ও অর্জন:
- ইপসা’র বিদ্যমান এমএফএন্ডএমই গ্রুপের মধ্যে ৩০৫ জন প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভূক্ত করা হয়েছে।
- ইপসা সঞ্চয় দলের সাথে সম্পৃক্ত- ৩০৫ জন প্রতিবন্ধী ব্যক্তি
- প্রতিবন্ধী ব্যক্তিদের আইজিএ ও কারিগরী প্রশিক্ষণ ৩টি
- প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়ক উপকরন প্রদান ২২ জন
- প্রতিবন্ধী ব্যক্তিদের ঋণ প্রদান ২৭০ জন
- নেতৃত্ব, দক্ষতা উন্নয়ন ও মবিলিটি বিষয়ক প্রশিক্ষণ প্রদান ২টি
- প্রতিবন্ধী ব্যক্তিদের অনুদান প্রদান- ২৩ জন
- অটিজম ও আন্তর্জাতিক প্রতিবন্ধী, সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
- প্রতিবন্ধী ব্যক্তিদের ৮ম সম্মিলন এর আয়োজন
- সংস্থার এমএফএন্ডএমই কর্মকর্তা ও কর্মীদের প্রশিক্ষন প্রদান ৩টি
বর্তমানে প্রতিবন্ধী ব্যক্তিদের সঞ্চয়, ঋণ বিতরন ও ঋণ স্থিতি:
- বর্তমানে প্রতিবন্ধী ব্যক্তিদের সঞ্চয়: ৪৭৫,২৬৪ টাকা
- বর্তমানে প্রতিবন্ধী ব্যক্তিদের ক্রম পুঞ্জিভুত ঋণ বিতরণ : ৭,৫০০,০০০ টাকা
- বর্তমানে ঋণ স্থিতি: ৩,৩৫৪,১২৬ টাকা
বর্তমানে প্রতিবন্ধী ব্যক্তিরা যেসব আয়বৃদ্ধিমুলক কার্যক্রম করছে :
- গরু- ছাগল পালন ও মোটাতাজাকরণ
- কৃষি ও সবজি চাষ
- মুদি দোকান
- হাঁস- মুরগী পালন
- রিক্সা ও ভ্যান ক্রয় ষ বাজারের থলে ও ঠোঙ্গা তৈরী
- সেলাই কাজ ষ হস্ত শিল্প (খেলনা তৈরী)
- বাশঁ বেতের সামগ্রী তৈরী ষ চায়ের দোকান
- লেইস ফিতা বিক্রি ষ মাছ ব্যবসা