Skip to main content
ইপসা জাতিসংঘের ”ইকোনোমিক এন্ড সোস্যাল কাউন্সিল” এর কন্সালটেটিভ স্টাটাস প্রাপ্ত একটি সংগঠন

প্রাকৃতিক বন এবং জীববৈচিত্র্য পুনরুদ্ধার ও সংরক্ষণ প্রকল্প

প্রকল্পের লক্ষ্যঃ সীতাকুন্ড ও মীরশ্বরাই এলাকার বিভিন্ন শ্রেণীপেশার লোকজনকে সংগঠিত করে তাদের অংশগ্রহনের মাধ্যমে অত্র এলাকার বন ও জীববৈচিত্র্য (উদ্ভিদ ও প্রাণী) পুনরম্নদ্ধার ও সংরক্ষনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও স্থানীয় জনগনের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটানোই এই প্রকল্পের একমাত্র লক্ষ্য।

প্রকল্পের উদ্দেশ্যঃ

স্থানীয় জনসাধারণ, সরকারী বেসরকারী প্রতিনিধি, বনবিভাগ ও বিভিন্ন শ্রেণীপেশার লোকজনকে সংগঠিত করে সীতাকুন্ড ও মীরশ্বরাই এলাকার পাহাড় সমূহের জীববৈচিত্র্য রক্ষায় সহ-ব্যবস্থাপনা কমিটি গঠন করা।

  • বৃক্ষরাজি ও জীববৈচিত্র পুনরম্নদ্ধার এবং এর উন্নয়নে স্থায়িত্বশীল  বন ব্যবস্থাপনা পদ্ধতি চালু করা।
  • পাহাড়ের উপর নির্ভরশীল জনগনকে বিকল্প কর্মসংস্থান এবং বিকল্প জ্বালানী ব্যবহারের প্রতি উদ্ধুদ্ধ করে বনজ সম্পদের উপর চাপ  কমিয়ে দরিদ্র জনগনের জীবনযাত্রার মান উন্নত করা।
  • বনের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে পর্যটন শিল্পের প্রসারের  মাধ্যমে রাজস্ব আয় বৃদ্ধি করা এবং স্থানীয় জনগনের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটানো।

অবস্থান ও কর্ম এলাকাঃ

প্রকল্পের কর্মস্থান সীতাকুন্ড ও মীরসরাই।

কার্যক্রমঃ

  • প্রকল্প এলাকার বনজ সম্পদ আহরণ জরিপ-০৮টি
  • সহ-ব্যবস্থাপনা কমিটির সভা-১২টি
  • প্রশিক্ষণ: সাংগঠনিক উন্নয়ন প্রশিক্ষণ-১টি, আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ-১টি, স্ট্রবেরি চষি বিষয়ক প্রশিক্ষণ-১টি, সমবায় সমিতি বিষয়ক প্রশিক্ষণ-১টি
  • সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম (সাংগঠনিক মিটিং, ভিসিএফ মিটিং, বিভিন্ন প্রতিনিধি পর্যায়ে মত বিনিময় সভা)
  • বনে আগুন নিয়ন্ত্রনে সচেতনতা সৃষ্টিতে মাইকিং-২টি
  • বিশ্ব পরিবেশ দিবস ৫ জুন, ২০১৪ উদযাপন
  • বাঁশের বীজ বিতরন-৩০০০টি, জ্বালানী কাঠ উৎপাদনকারী চারা-৩০০০টি
  • কৃষি উন্নয়ন বিষয়ক মাঠ পরিদর্শন-৪টি
  • বনের উপর নির্ভরশীল ব্যক্তিদের আত্মনির্ভরশীলতার জন্য কাজ করা
  • পুঁজি গঠনে দলীয় পর্যায়ে সঞ্চয় কার্যক্রম পরিচালনা করা।
  • উপকারভোগীদের আর্থ-সামাজিক উন্নয়নে আবর্তমান ঋণ সহায়তা প্রদান করা।