বাংলাদেশ হাউজিং ল্যান্ড ও প্রোপারটি রাইট্স ইনিসিয়েটিভ
প্রকল্পের নাম: বাংলাদেশ হাউজিং ল্যান্ড ও প্রোপারটি রাইট্স ইনিসিয়েটিভ
সময়কাল: Phase-I: -এপ্রিল ২০১২ থেকে ফেব্রম্নয়ারী ২০১৩ ইং। Phase-II: -মার্চ ২০১৩ থেকে আগষ্ট ২০১৪ ইং।
কর্ম এলাকা: সমগ্র বাংলাদেশ।
প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য: জলবায়ু পরিবর্তনের কারনে ক্ষতিগ্রস্থ ও স্থানচ্যুত সম্প্রদায়ের সমস্যা নিরসনে অধিকার ভিত্তিক কাজ চিহ্নিতকরন এবং তাদের ঘর, ভূমি ও সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরন।লক্ষ্যিত জনগোষ্ঠী লক্ষিত জনগোষ্ঠী: জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ স্থানচ্যুত সম্প্রদায়
দাতা সংস্থা : Displacement Solutions
টার্গেট এবং অর্জন -জুলাই’১৩ হতে জুন’১৪ পর্যন্ত।
টার্গেট | অর্জন ১২-১৩ |
১। Coastal Kids কার্যক্রমের জন্য উপযুক্ত ব্যাক্তি ও স্কুল সনাক্তকরণ:
১.১ Coastal Kids কার্যক্রমে জলবায়ু সংক্রামত্ম বিষয়ে যোগাযোগ করার জন্য উপযুক্ত স্কুল সনাক্তকরণ ১.২ জলবায়ু পরিবর্তনে ক্ষতিকর দিক নিয়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচী (চিত্রকর্ম, বির্তক ও আলোকচিত্র প্রতিযোগিতা)
|
১। Coastal Kids কার্যক্রমের জন্য উপযুক্ত ব্যাক্তি ও স্কুল সনাক্তকরণ:
· Coastal Kids প্রকল্পে কার্যক্রমের জন্য উপযুক্ত বিদ্যালয় নির্বাচন · জলবায়ু পরিবর্তনে ক্ষতিকর দিক নিয়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচী চিত্রকর্ম, বির্তক ও আলোকচিত্র প্রতিযোগিতা সম্পন্ন।
|
২। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে স্থানচ্যুত মানুষের জন্য আইনী সহায়তা সম্পর্কিত কর্মকান্ড বৃদ্ধির জন্য ইপসা ডিএস’র আর্থিক সহযোগিতায় এই কার্যক্রম গুলোকে সঠিক ভাবে প্রণয়নের জন এডভোকেসি এবং বিভিন্ন সমমনা সংস্থাসমূহ নিয়ে যোগসূত্র তৈরীর কাজ করা:
২.১. আইন উপদেষ্টা চুক্তি ভিত্তিক নিয়োগ ২.২ প্রয়োজনীয় IEC উপকরণ প্রস্ত্তত এবং প্রকাশ ২.৩ স্থানীয় সরকার এবং কেন্দ্রীয সরকারের কর্মকর্তা এবং প্রতিনিধিদের সাথে আলোচনা সভা ২.৪ বাংলাদেশের জলবায়ু স্থানচ্যুতি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির জন্য জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ অধিবাসী এবং স্থানীয় ও জাতীয় বিভিন্ন সুশীল সমাজের সংগঠনগুলো নিয়ে বিভিন্ন আলোচনা সভা ২.৫ জাতীয় পর্যায়ে সুশীল সমাজের সংগঠনগুলোর সাথে আলোচনা সভা ২.৬ মিডিয়া প্রতিনিধিদের সাথে জলবায়ু পরিবর্তনে ক্ষতিকর বিষয়ক আলোচনা সভা ২.৭ জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ স্থানচ্যুতিদের সমস্যা ও অধিকার রক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য বাংলাদেশের বিভিন্ন আইনী সংস্থা ও আইনজীবি সমিতিদের নিয়ে আলোচনা সভা ২.৮ ইপসা’র সিনিয়র কর্মকর্তা এবং নিয়োগকৃত আইন উপদেষ্ঠ কে নিয়ে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনে স্থানচ্যুতদের অধিকার বিষয়ক এবং আমত্মর্জাতিক আইনী কাঠামোর ধারা নিয়ে ২ দিনের একটি প্রশিক্ষণ কর্মসূচি |
২। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে স্থানচ্যুত মানুষের জন্য আইনী সহায়তা সম্পর্কিত কর্মকান্ড বৃদ্ধির জন্য ইপসা ডিএস’র আর্থিক সহযোগিতায় এই কার্যক্রম গুলোকে সঠিক ভাবে প্রণয়নের জন এডভোকেসি এবং বিভিন্ন সমমনা সংস্থাসমূহ নিয়ে যোগসূত্র তৈরীর কাজ করা
২.১ আইন উপদেষ্টা চুক্তি ভিত্তিক নিয়োগ সম্পন্ন ২.২ জলবায়ু স্থানচ্যুত মানুষের অধিকার সংশিস্নষ্ট ৫টি করণীয় নিয়ে IEC উপকরণ প্রকাশ হয়ে ২২.৩ ৮০ জন স্থানীয় সরকার এবং কেন্দ্রীয সরকারের কর্মকর্তা এবং প্রতিনিধিদের সাথে আলোচনা সভা সম্পন্ন ২.৪ বাংলাদেশের জলবায়ু স্থানচ্যুতি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির জন্য জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ অধিবাসী এবং স্থানীয় ও জাতীয় বিভিন্ন সুশীল সমাজের সংগঠনগুলো নিয়ে চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন স্থানে আলোচনা সভা সম্পন্ন ২.৫ জাতীয় পর্যায়ে সুশীল সমাজের সংগঠনগুলোর সাথে আলোচনা সভা সম্পন্ন ২.৬ মিডিয়া প্রতিনিধিদের সাথে জলবায়ু পরিবর্তনে ক্ষতিকর বিষয়ক আলোচনা সভা সম্পন্ন ২.৭ জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ স্থানচ্যুতিদের সমস্যা ও অধিকার রক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য বাংলাদেশের বিভিন্ন আইনী সংস্থা ও আইনজীবি সমিতিদের নিয়ে আলোচনা সভা সম্পন্ন ২.৮ ইপসা’র সিনিয়র কর্মকর্তা এবং নিয়োগকৃত আইন উপদেষ্ঠ কে নিয়ে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনে স্থানচ্যুতদের অধিকার বিষয়ক এবং আমত্মর্জাতিক আইনী কাঠামোর ধারা নিয়ে ২ দিনের একটি প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন |
৩। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ স্থানচ্যুতিদের নিয়ে কাজ করছে এমন কর্মরত ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহের কর্মকান্ড নিয়ে গবেষণা এবং একটি পূর্ণাঙ্গ ম্যাপিং ষ্ট্যাডি করা
· গবেষণা কর্মকর্তা নিয়োগ · জলবায়ু উদ্বাস্ত্তদের নিয়ে কাজ করছে এমন স্থানীয় এনজিও, সুশীল সমাজ, স্থানীয় সরকার ও সরকারী একাডেমিকের সাথে সভা। · জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ কমিউনিটিতে Focus Group Discussion এবং কি ইনফরমেশন |
৩। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ স্থানচ্যুতিদের নিয়ে কাজ করছে এমন কর্মরত ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহের কর্মকান্ড নিয়ে গবেষণা এবং একটি পূর্ণাঙ্গ ম্যাপিং ষ্ট্যাডি করাঃ
· গবেষণা কর্মকর্তা নিয়োগ সম্পন্ন। · জলবায়ু উদ্বাস্ত্তদের নিয়ে কাজ করছে এমন স্থানীয় এনজিও, সুশীল সমাজ, স্থানীয় সরকার ও সরকারী একাডেমিকের সাথে সভা অনুষ্ঠিত। · জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ কমিউনিটিতে ১২টি KII এবং Focus Group Discussion (FGD) সম্পন্ন। · ম্যাপিং ষ্ট্যাডি প্রতিবেদনটি খুব র্শীঘ্রই প্রকাশিত হবে। |
৪। ‘‘ক্লাইমেট ডিসপেস্নসমেন্ট ইন বাংলাদেশ’’ প্রতিবেদনটির বাংলা ভাষায় অনুবাদ ও মুদ্রন | ‘‘ক্লাইমেট ডিসপেস্নসমেন্ট ইন বাংলাদেশ’’ প্রতিবেদনটি বাংলা ভাষায় প্রকাশিত হয়েছে। |
৫। দাতা সংস্থার ও ইপসা প্রতিনিধিদের মাঠ কার্যক্রম পরিদর্শন | Hosted Mr.Ezekeil Simperingham (Focal Person of HLP in Bangladesh) এর পরিদর্শন কার্যক্রম (১২-২২ মে, ১৪) সম্পন্ন। |
অন্যান্য কার্যক্রম
- অষ্ট্রেলিয়ায় জলবায়ু স্থানচ্যুত মানুষের অধিকার প্রতিষ্ঠায় প্রথম বৈশ্বিক নীতি ’’ Peninsula Principle for climate displacement within State’’ প্রণয়নে গুরম্নত্বপূর্ণ অংশগ্রহণ এবং এর বাংলা ভাষায় প্রকাশের উদ্যোগ
- ভারতে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন বিষয়ক দুটি কর্মশালা ’’ “Pathways for Climate resilient Livelihoods in Himalayan River basin’’ and ’’Collaborative Adaptation Research Initiative in Asia and Africa (CARIAA) held in India’’ গুরম্নত্বপূর্ণ অংশগ্রহণ
- বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
- জলবায়ু স্থানচ্যুত মানুষের সমস্যা ও অধিকার বৃদ্ধির বিষয়ে মিডিয়া সচেতনতা বৃদ্ধিতে চলমান উদ্যোগ এবং এ সংক্রামত্ম ধারাবাহিক প্রতিবেদন/ফিচার প্রকাশিত।