মানব পাচার প্রতিরোধ কর্মসূচী
প্রকল্পের নাম: Prevention and Protection of Victims of Human Trafficking in Bangladesh
বাস্তবায়নকারী সংস্থা: আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ( আইওএম)
বাস্তবায়ন সহযোগী: ইয়ং পাওয়ার ইন স্যোসাল এ্যাকশন (ইপসা)
লক্ষ্য : বাংলাদেশে মানব পাচার প্রতিরোধে পরিস্থিতি উন্নত করা
এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে: প্রকল্পের মূল উদ্দেশ্য হলো সহযোগিতা ও অর্থনৈতিক কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহনের মধ্য দিয়ে বাংলাদেশে মেয়ে, শিশু ও মহিলা পাচারকে চিহ্নিতকরণ ও রহিতকরণ।
কর্মএলাকা: বর্তমানে এই প্রকল্পের আওতায় ইপসা বাংলাদেশের তিনটি জেলায় কাজ করছে।
যথা: ফেণী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা।
১. ফেনী ঃ ফেণী সদর ও ছাগল নাইয়া উপজেলা ।
২. কুমিল্লা ঃ কুমিল্লা সদর ও সদর দক্ষিন উপজেলা এবং
৩. ব্রাহ্মণবাড়িয়া ঃ ্ব্রাহ্মণবাড়িয়া সদর ও আখাউড়া উপজেলা।
প্রকল্পের মেয়াদকাল :
২০০৭ এর আগস্ট থেকে ২০১০ এর অক্টেবর পর্যন্ত
লক্ষ্যিত জনগোষ্ঠী:
নির্দিষ্ট গ্রুপ : ২ টি, যা হচ্ছে —-
১/ প্রাথমিক গ্রুপ
পাচার হওয়া অথবা পাচারের ঝুকির মধ্যে আছে এমন নারী, শিশু ও মেয়েসহ সমাজের সকল স্তরের শ্রেণীপেশার মানুষ
২/ মাধ্যমিক গ্রুপ
বিচারক, আইন প্রযোগকারি সংস্থা, আইনবিদ, সরকারি কর্মকর্তা, সমাজের লোকজন,
শিক্ষক, ধর্মীয় নেতা, স্থানীয় সরকার, সুশীল সমাজ ও এনজিও কর্মকর্তা
প্রত্যাশিত ফল:
১. মেয়ে, নারী ও শিশু পাচারের হার কমে আসবে।
২. পাচারের বিরুদ্ধে সর্বস্তরের জনগনের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে।
৩. পাচার প্রতিরোধে কেন্দ্র থেকে স্থানীয় প্রশাসন পর্যন্ত একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক কর্মপরিকল্পনা দাড়াবে।
৪. সরকারী ও এনজিও প্রতিনিধিদের বিভিন্ন পর্যায়ে দক্ষতা বৃদ্ধি পাবে
প্রধান কার্যক্রম :
কার্যক্রম | কার্যক্রমের স্ট্যাটাস |
|
|
প্রধান কার্যক্রম :
কার্যক্রম | কার্যক্রমের স্ট্যাটাস |
|
|