Skip to main content
ইপসা জাতিসংঘের ”ইকোনোমিক এন্ড সোস্যাল কাউন্সিল” এর কন্সালটেটিভ স্টাটাস প্রাপ্ত একটি সংগঠন

ম্যালেরিয়া কন্ট্রোল প্রোগ্রাম

Rally on Malaria Day at Rangunia
Orientation program for village doctors in Rangunia

দাতা সংস্থা : জিএফএটিএম এবং ব্র্র্যাক

প্রকল্পের সময়কাল : মে, ২০০৮ থেকে এপ্রিল, ২০১৪

প্রকল্পের লক্ষ্য : ২০১২ এর মধ্যে ১৩টি ম্যালেরিয়া প্রবন জেলায় বসবাসরত জনগোষ্ঠীর (১কোটি ৯লক্ষ) মধ্যে ম্যালেরিয়ায় আক্রান্ত ও মৃতু্যর হার ৫০% এ (২০০৫ সালের তুলনায়) কমিয়ে আনা।

প্রকল্পের উদ্দেশ্য: 

১৩টি ম্যালেরিয়া প্রবণ এলাকায় ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীর ৮০% কে মানসম্মত পদ্ধতিতে রোগ নিরূপন ও কার্যকর চিকিৎসা সুবিধার আওতায় আনা।
১৩টি ম্যালেরিয়া প্রবণ এলাকায় ৮০% থানাকে কীটনাশক যুক্ত মশারি ব্যবহারের আওতায় আনা ।
ম্যালেরিয়া নিয়ন্ত্রন কর্মসূচী ব্যবস্থাপনা, সহযোগী সংস্থাসমূহের মধ্যে সম্বন্বয় ও অংশীদারিত্ব জোরদার করা।

কর্মএলাকা:

রাঙ্গুনীয়া উপজেলা, চট্টগ্রাম।

কার্যক্রম: 

সচেতনতা তৈরি
ম্যালেরিয়া রোগী সনাক্তকরন
প্রয়োজনীয় চিকিৎসার সহায়তা প্রদান।
কীটনাশকযুক্ত মশাড়ি বিতরন এবং মশারি ব্যবহারে উদ্বুদ্ধকরন।
উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী ওর্য়াকশপ করা।
প্রত্যন্ত এলাকা থেকে রক্ত সংগ্রহ ও পরীক্ষা।