ম্যালেরিয়া কন্ট্রোল প্রোগ্রাম
দাতা সংস্থা : জিএফএটিএম এবং ব্র্র্যাক
প্রকল্পের সময়কাল : মে, ২০০৮ থেকে এপ্রিল, ২০১৪
প্রকল্পের লক্ষ্য : ২০১২ এর মধ্যে ১৩টি ম্যালেরিয়া প্রবন জেলায় বসবাসরত জনগোষ্ঠীর (১কোটি ৯লক্ষ) মধ্যে ম্যালেরিয়ায় আক্রান্ত ও মৃতু্যর হার ৫০% এ (২০০৫ সালের তুলনায়) কমিয়ে আনা।
প্রকল্পের উদ্দেশ্য:
১৩টি ম্যালেরিয়া প্রবণ এলাকায় ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীর ৮০% কে মানসম্মত পদ্ধতিতে রোগ নিরূপন ও কার্যকর চিকিৎসা সুবিধার আওতায় আনা।
১৩টি ম্যালেরিয়া প্রবণ এলাকায় ৮০% থানাকে কীটনাশক যুক্ত মশারি ব্যবহারের আওতায় আনা ।
ম্যালেরিয়া নিয়ন্ত্রন কর্মসূচী ব্যবস্থাপনা, সহযোগী সংস্থাসমূহের মধ্যে সম্বন্বয় ও অংশীদারিত্ব জোরদার করা।
কর্মএলাকা:
রাঙ্গুনীয়া উপজেলা, চট্টগ্রাম।
কার্যক্রম:
সচেতনতা তৈরি
ম্যালেরিয়া রোগী সনাক্তকরন
প্রয়োজনীয় চিকিৎসার সহায়তা প্রদান।
কীটনাশকযুক্ত মশাড়ি বিতরন এবং মশারি ব্যবহারে উদ্বুদ্ধকরন।
উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী ওর্য়াকশপ করা।
প্রত্যন্ত এলাকা থেকে রক্ত সংগ্রহ ও পরীক্ষা।