সুবিধা বঞ্চিত পাহাড়ী শিশুদের শিক্ষা কার্যক্রম
প্রকল্পের নাম: Community Based Child Development Programme (ComBaCD)
লক্ষ্য: সুবিধা বঞ্চিত পাহাড়ী শিশুদের শিক্ষার হার বৃদ্ধি করা।
উদ্দেশ্য:
শিক্ষা ও স্বাক্ষরতা (টিপসই এর পরিবর্তে) সম্পর্কে সচেতনা তৈরি।
সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষার সুযোগ তৈরিতে ১২ টি শিক্ষাকেন্দ্র খোলা ও পরিচালনা করা।
শিক্ষকদের সামর্থ্য ও দক্ষতা উন্নয়নে প্রয়োজনে প্রশিক্ষন প্রদান করা।
দাতাসংস্থা: SONNE international
কর্মএলাকা: বান্দরবান জেলার আলীকদম উপজেলা।
সময়কাল: ফেব্রুয়ারী, ০৮ থেকে ফেব্রুয়ারী, ১১।
লক্ষ্যিত জনগোষ্ঠী: দূর্গম ও পাহাড়ী এলাকার জনগোষ্ঠী।
কার্যক্রম:
বান্দরবান জেলার আলীকদম উপজেলায় ১২টি শিক্ষাকেন্দ্রের মাধ্যমে প্রায় ৪০০জন শিশুর পড়ালেখা করার সুযোগ পাচ্ছে
স্কুল ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে।
স্কুল ব্যবস্থাপনা কমিটি স্কুল পরিচালনার জন্য মাসিকভিত্তিতে সঞ্চয় প্রকল্প পরিচালনা করছে।
বাৎসরিক খেলাধুলা ও শিক্ষা সফর কর্মসূচী।
স্কুলের শিক্ষার্থীদের শীতের কাপড়, পড়াশুনার প্রয়োজনীয় উপাদান ও খেলার সামগ্রী বিনামূল্যে বিতরন করা হয়।
স্থানীয় পর্যায়ে শিক্ষার প্রয়োজনীতা নিয়ে এ্যাডভোকেসী করা