উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে ফ্লিপচার্ট, পোস্টার ও লিফ্টলেটের মোড়ক উম্মোচন করেন কক্সবাজার জেলা প্রশাসক
গত ১৯ জুলাই কক্সবাজার জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে ইপসা সিভিক কনসোর্টিয়ামের বিসিসি উপকরণসমূহের (উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে নারীর ভূমিকা বিষয়ক উঠান বৈঠকের ফ্লিপচার্ট, যুব সমাজের ভূমিকা বিষয়ক জীবন দক্ষতা শিক্ষা-এলএসই ফ্লিপচার্ট, শিক্ষার্থীদের ভূমিকা বিষয়ক জীবন দক্ষতা শিক্ষা-এলএসই ফ্লিপচার্ট, সচেতনতামূলক লিফলেট ও পোস্টার) মোড়ক উম্মোচন করেন কক্সবাজার জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ আলী হোসেন।
উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও অাইসিটি), ইপসা সিভিক কনসোর্টিয়ামের টীম লিডার, কক্সবাজারে কর্মরত আন্তর্জাতিক, জাতীয় ও স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) সমূহের প্রতিনিধি বৃন্দ।