প্রবীন বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য র্যাপিড নীড এ্যাসেসমেন্ট শুরু
২৫ আগস্ট ২০১৭ তারিখ হতে নতুন করে শুরু হওয়া সামরিক অভিযানের কারনে মায়ানমার হতে প্রায় পাঁচ লক্ষাধিক মানুষ প্রান বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয় । এই আশ্রিতদের একটি বিশাল অংশ প্রবীন । এই প্রবীন জনগোষ্ঠীর অধিকার রক্ষার জন্য ইপসা তার উন্নয়ন অংশীদার হেল্প এজ ইন্টারন্যাশনাল এর সাথে তাদের কাজ শুরু করতে যাচ্ছে । এর অংশ হিসাবে আজ র্যাপিড নীড এ্যাসেসমেন্টের কার্যক্রম শুরু হয়েছে বালুখালী ক্যাম্প টু এ।