রোহিঙ্গা নারীদের মাঝে “মানবিক মর্যাদা রক্ষা উপকরণ” বিতরণ
মিয়ানমারের রাখাইনে সহিংসতা, খুন, ধর্ষণ, নির্যাতনের কারণে পালিয়ে আসা রোহিঙ্গারা শরণার্থী ক্যাম্প কুতুপালং, বালুখালী, পানবাজার, উনচিপ্রাং, হাকিম পাড়া ইত্যাদি এলাকাগুলোতে আশ্রয় নিয়েছে। বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের এসব নাগরিকদের মধ্যে অধিকাংশই নারী। মিয়ানমার থেকে অধিকাংশ নারীকেই এক কাপড়ে ঘর থেকে বের হয়ে আসতে হয়েছে। যাদের খাদ্য ও বাসস্থানের মত প্রজনন স্বাস্থ্য সুরক্ষা উপকরণও প্রয়োজন।
এই প্রেক্ষাপটে উখিয়ার বালুখালী-২ (ময়নারঘোনা) ক্যাম্পের দুই হাজার নারীর মাঝে গত ৮ অক্টোবর থেকে এ্যাকশনএইড বাংলাদেশ’র সহযোগিতায় এবং ইপসা’র উদ্যোগে “মানবিক মর্যাদা রক্ষা উপকরণ” বিতরণ করা শুরু হয়েছে। যার মধ্যে আছে, স্যানিটারি ন্যাপকিন, ম্যাক্সি, প্যান্টি, স্যান্ডেল, টর্চ লাইট, সাবান, বালতি ও অন্যান্য প্রয়োজনীয় কাপড়। ক্যাম্পে বসবারত নারীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষার জন্য এই উপকরণ খুবই গুরুত্বপূর্ণ।
সার্বিক সহযোগিতার জন্য স্থানীয় প্রশাসন (কক্সবাজার জেলা প্রশাসন ও উখিয়া উপজেলা প্রশাসন) ও সেনাবাহিনীর কাছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইপসা কর্তৃপক্ষ।