গ্লোবাল কমিউনিটি রেজিলিয়েন্স ফান্ড ( জিইসিইআরএফ) এর প্রতিনিধিদের ইপসা কার্যক্রম পরিদর্শন
গ্লোবাল কমিউনিটি রেজিলিয়েন্স ফান্ড ( জিইসিইআর এফ) এর দুই সদস্যের প্রতিনিধিদল আজ ( ১১ ই নভেম্বর ২০১৭) তারিখে কক্সবাজার জেলায় ইপসা সিভিক কনসোর্টিয়ামের কার্যক্রম পরিদর্শন করেন। দুই সদস্য বিশিষ্ট এ প্রতিনিধি দলের সদস্য ছিলেন সংস’ার ( জিইসিইআর এফ) গ্রান্ট অফিসার লিলা স্কুমিকি ও মেরিন শাহবাজি। জিসিইআরএফ প্রতিনিধি দল আজ কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় ইপসা সিভিক কনসোর্টিয়ামের অংশীদার সদস্য শেড এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন ।
প্রতিনিধিদল প্রথমে হ্নীলা ইউনিয়নস’ জমিরিয়া দারুল উলুম সিনিয়র মাদ্রাসায় ছাত্র-ছাত্রীদের আয়োজিত উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে শিক্ষার্থীদের অংশগ্রহন বৃদ্ধির জন্য আায়োজিত বিতর্ক প্রতিযোগিতা পরিদর্শন করেন। বিতর্ক শেষে তারা উগ্রবাদ ও সহিংসতা বিষয়ে ছাত্র -ছাত্রীদের মতামত শুনেন। বিতর্ক প্রতিযোগিতা শেষে প্রতিনিধিদল টেকনাফ পৌরসভায় আয়োজিত তিনদিনব্যপী নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষন কার্যক্রম পরিদর্শণ করেন। এ পরিদর্শন কার্যক্রমের সময় ইপসা সিভিক কনসোর্টিয়ামের ফোকাল পারসন ও ডেপুটি ডিরেক্টর মোঃ শাহজাহান , টীম লিডার খালেদা বেগম, শেডের পরিচালক বাথাই মং, ও প্রধান নির্বাহী জনাব উমারা উপসি’ত ছিলেন ।