সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাহিম রাজ্জাক এমপি উখিয়ায় ইপসা’র মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শন করেন
বাংলাদেশ জাতীয় সংসদ’র মাননীয় সংসদ সদস্য, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, তরুন রাজনীতিবিদ ও তরুন উদ্যেক্তা ও সংগঠক জনাব নাহিম রাজ্জাক এমপি স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা’র উদ্যোগে কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক ও স্থানীয় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর উন্নয়নের জন্য বাস্তবায়িত বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শন করেন।এ পরিদর্শন কার্যক্রমে দেশী বিদেশী মোট ৫৩ জন তরুন তরুনী অংশগ্রহন করেন।
এ সময় জনাব নাহিম রাজ্জাক এমপি ইপসা’র উদ্যোগে বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং এ মানবিক কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেন।