শিশুশ্রম ছেড়ে বিদ্যালয়ে ভর্তি হওয়া শিশুদের অভিভাবকদের জীবিকা নির্বাহের জন্য লাইভলিহোড ট্রেনিং প্রদান

শিশুশ্রম ছেড়ে বিদ্যালয়ে ভর্তি হওয়া শিশুদের অভিভাবকদের জীবিকা নির্বাহের জন্য ইপসা- ফ্রি কিডস প্রকল্প হতে ভর্তিকৃত চট্টগ্রাম ও কক্সবাজার ১৬০ জন শিশুদের অভিভাবকদের ১০ লাইভলিহোড ট্রেনিং প্রদান করা হয়।
প্রশিক্ষণ শেষে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিকৃত ১৬০ জন শিশুদের অভিভাবকদের মাঝে মাঝে কৃষি উপকরণ সামগ্রী বিতরণ করেছে আন্তর্জাতিক দাতা সংস্থা সলিডার সুইসের সহযোগিতায় পরিচালিত ইপসা’র ফ্রি কিডস প্রকল্প।
এ সময় প্রতি অভিভাবকদের মাঝে ৬ টি করে মুরগী, ৮ জাতের বিভিন্ন শাক- সবজির বীজ, বার্মিকম্পোস্ট সার, গার্ডেনিং জার দেওয়া হয়
কৃষি উপকরণ সামগ্রী বিতরন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলিডার সুইসের মনিটরিং অফিসার মো: আরশাদুল হক মাসুম , ইপসা’র এডভোকেসি ফোকাল ও প্রকল্প সমন্বয়কারী মুহাম্মদ আলী শাহীন।
প্রকল্প হতে চট্টগ্রামের সীতাকুণ্ড বারআউলিয়াস্থ মুক্ত মনন লার্নিং সেন্টারে, মুরাদপুর মুক্ত মনন লানিং সেন্টার, কক্সবাজার চৌফলদন্ডী ও নাজিরার টেক মুক্ত মনন লার্নিং সেন্টারে ধারাবাহিক ভাবে ১০ দিনের লাইভলিহোড ট্রেনিং অনুষ্ঠিত হয়। যেখানে অভিভাবকদের কিভাবে উন্নত মানের শাকসবজি উৎপাদন, ক্ষুদ্র খামার করে জীবিকা নির্বাহ করা যায় সেইসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
উল্লেখ্য শিশুশ্রম নিরসনে দাতা সংস্থা সলিডার সুইস এর অর্থায়নে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম, সীতাকুণ্ড ও কক্সবাজারে কাজ করছে ইপসা’র ফ্রি কিডস প্রজেক্ট।
ঝুঁকিপূর্ণ শিশুশ্রমে জড়িত মাঠ পর্যায়ের শিশুদের স্কুলে ভর্তি করানো, তাদের শিক্ষার যাবতীয় খরচ বহন করা, নিয়মিত ফলোআপ করা, প্রকল্পের আওতাধীন সেন্টারগুলোতে শিশুদের শিক্ষা ও বিনোদনের ব্যবস্থা করা, শিশুদের অভিভাবকদের লাইভলিহুড ট্রেনিং করানো, ভোকেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে চৌদ্দ বছরোর্ধ্ব শিশুশ্রমিকদের দক্ষ করে গড়ে তুলে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা, শিশু সুরক্ষা বিষয়ে শিক্ষক কর্মশালার মাধ্যমে শিক্ষকদের মাঝে সচেতনতা সৃষ্টি করা সহ নানা বিষয় নিয়ে কাজ করছে ইপসা ফ্রি কিডস্ প্রজেক্ট।