ইপসা প্রাইস প্রকল্পের শিক্ষার্থীদের কোর্স সমাপ্তের পর ০৩ জন শিক্ষার্থী তাদের ব্যবস্থাপনায় ব্যবসা ( বিউটি পার্লার ) শুরু করেন

ইপসা প্রাইস প্রকল্পের শিক্ষার্থীদের কোর্স সমাপ্তের পর ০৩ জন শিক্ষার্থী তাদের ব্যবস্থাপনায় ব্যবসা ( বিউটি পার্লার ) শুরু করেন। গত ২২ জানুয়ারী ২০২৫ উক্ত ব্যবসা প্রতিষ্টান পরিদর্শন করেন ইউনিসেফ বাংলাদেশ চট্টগ্রাম এর এডুকেশন অফিসার এস কে রকিবুল হাসান, ব্র্যাক স্কীল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর ম্যানেজার মো: সাইফুল ইসলাম সহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এর আগে প্রকল্পের ২য় মেয়াদের ২০০ জন শিক্ষার্থী ও ১০০ এম সি পি (মাষ্টার ক্রাফট পারসন) এর মাঝে সনদ বিতরন করা হয়। সনদ বিতরন অনুষ্টানে উপস্থিত ছিলেন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) এর প্রতিষ্টাতা প্রধান নির্বাহী জনাব আরিফুর রহমান,পরিচালক (অর্থ) জনাব পলাশ কুমার চৌধুরী এবং ইপসা প্রাইস প্রকল্পের ফোকাল পারসন জনাব অপূর্ব দেব, ব্র্যাক প্রাইস প্রকল্পের জেলা ব্যাবস্থাপক জনাব তনুজ হালদার ও ইপসার অন্যান্য সিনিয়র কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য যে,দুই মেয়াদে ইপসা প্রাইস প্রজেক্টের অধীনে ইপসার ০৪ টি শাখায় (পতেঙ্গা,হালিশহর,বাকলিয়া,শান্তির হাট) ৪০০ জন শিক্ষার্থী বিভিন্ন ট্রেডে ০৬ মাস ব্যাপী প্রশিক্ষন গ্রহন করেছে । ইপসার পক্ষ হতে ৪০০ জন শিক্ষার্থী ও ২০০ এম সি পি (মাষ্টার ক্রাফট পারসন) কে সনদ প্রদান করা হয় । উক্ত প্রজেক্টে আর্থিক ও কারিগরী সহযোগীতা প্রদান করেছেন ব্র্যাক ও ইউনিসেফ ।