Skip to main content
ইপসা জাতিসংঘের ”ইকোনোমিক এন্ড সোস্যাল কাউন্সিল” এর কন্সালটেটিভ স্টাটাস প্রাপ্ত একটি সংগঠন

আন্তর্জাতিক নারী দিবসে গৃহকর্মী শিশু ধর্ষন মামলাসহ সকল শিশু নির্যাতন মামলার ন্যায়বিচারের দাবীতে মানববন্ধন

ধর্ষণ-নিপীড়ন-সহিংসতার বিরুদ্ধে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে সাধারণ মানুষ। আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন তিনশর বেশি মানুষ। ৮ মার্চ শনিবার সকালে ‘নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরাম চট্টগ্রাম’ এবং ‘আন্তর্জাতিক নারী দিবস, ২০২৫ উদযাপন পরিষদ-চট্টগ্রাম’র যৌথ উদ্যোগে এই মানববন্ধন হয়।

এতে দেশের বিভিন্ন স্থানে শিশু ধর্ষন, নারী নির্যাতন ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ ও নারী-শিশুসহ সবার নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়। মানববন্ধনে ২০১৯ সালের ২৩ জুলাই চান্দগাঁও থানায় এনজিওকর্মী মাহাবুব আলম প্রকাশ মাহাবুবুর রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন মামলাসহ সব মামলার ন্যায়বিচারের দাবি করা হয়।

অনুষ্ঠিত মানববন্ধনে গৃহকর্মী শিশু ধর্ষণ মামলাসহ সকল শিশু নির্যাতন মামলার দ্রুত এবং ন্যায়বিচারের দাবিতে সোচ্চার হন বিভিন্ন শিশু অধিকারকর্মী, মানবাধিকারকর্মী, গণমাধ্যম কর্মী, সাধারণ শিক্ষার্থী এবং সচেতন নাগরিকরা। গৃহকর্মে নিযুক্ত শিশুদের ওপর নির্যাতন, নিপীড়ন, হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা সাম্প্রতিক সময়ে উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার আট বছরের শিশুটির কথা উল্লেখ করে বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে এ ধরনের ঘটনা বারবার ঘটছে। এসময় গৃহকর্মী শিশু ধর্ষন মামলাসহ সকল নারী ও শিশু নির্যাতন মামলার ন্যায়বিচারের দাবী জানান তাঁরা।

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরাম চট্টগ্রাম’ ও ‘আন্তর্জাতিক নারী দিবস, ২০২৫ উদযাপন পরিষদ-চট্টগ্রাম’র আয়োজনে এবং অপরাজেয় বাংলাদেশ’র সাবেক বিভাগীয় সমন্বয়কারী ও শিশু অধিকার কর্মী মাহাবুবুল আলমের পরিচালনায় উক্ত মানব বন্ধনে অংশগ্রহনকারী সংস্থা সমূহের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন’র সহসভাপতি এবং দৈনিক কালবেলা’র বিশেষ প্রতিনিধি ও বিভাগীয় ব্যুরো চীফ সাইদুল ইসলাম, বিশিষ্ট আবৃত্তিকার ও উপস্থাপক দিলরুবা খানম, অপরাজেয় বাংলাদেশ-চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী জিনাত আরা বেগম, এডাব-চট্টগ্রামের সমন্বয়কারী মোহাম্মদ ফোরকান, সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র)-চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম, দৈনিক বাংলাদেশ প্রতিদিন’র রেজা মুজাম্মেল, দৈনিক সমকাল’র শৈবাল আচার্য্য, ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) রেজোয়ান চৌধুরী, শ্রমিক ও মানবাধিকার কর্মী মোহাম্মদ আলী শাহীন, ইপসা’র সহকারী পরিচালক ফারহানা ইদ্রিস প্রমূখ।

Human chain in front of Chattogram Press Club

মানববন্ধনে অংশগ্রহনকারী বক্তারা বলেন, সম্প্রতি মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে এসে আট বছরের এক শিশু নির্মমভাবে ধর্ষণের শিকার হয়েছে। ঠিক এই ধরণের একটি ঘটনা ঘটেছিল ২০১৯ সালে চট্টগ্রামের চান্দগাঁওয়ে। বিচারহীনতার কারণে অপরাধীরা বারবার একই কাজ করার সাহস পাচ্ছে।

এসময় মানব বন্ধনে অংশগ্রহনকারী বক্তারা বলেন, শিশু নির্যাতনকারী ও গৃহকর্মী শিশু ধর্ষনকারী এনজিও কর্মকর্তা মাহাবুবুর রহমানের শিশু নির্যাতন মামলাসহ সকল শিশু নির্যাতন মামলার ন্যায়বিচার দাবী জানাচ্ছি। প্রতিটি নারী নির্যাতনের ঘটনায় যদি দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো, তাহলে আর কেউ গৃহকর্মীসহ নারী নির্যাতনের সাহস দেখাত না। সরকারী হটলাইন ১০৯৮ এর মাধ্যমে প্রাপ্ত শিশু গৃহকর্মীদের অভিযোগ এর ভিত্তিতে যেসব মামলা হয়েছে তার সঠিকভাবে বিচার নিশ্চিত করতে এ মানববন্ধনে আহবান জানানো হয়। এখানে উল্লেখ্য যে, ২০১৯ সালের ২২ জুলাই হটলাইনে কল পেয়ে সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা ও চান্দগাঁও থানা পুলিশ উক্ত এনজিও কর্মকর্তার ঘর থেকে তালাবদ্ধ অবস্থায় গৃহকর্মী শিশুকে উদ্ধার করে। পরবর্তীতে শিশু গৃহকর্মীর হটলাইন ১০৯৮ এবং থানায় অভিযোগের ভিত্তিতে মাহাবুবুর রহমানের বিরুদ্ধে ধর্ষনের মামলা হয়।

মানববন্ধনে সংহতি জানিয়ে বিশিষ্ট আবৃত্তিকার ও উপস্থাপক দিলরুবা খানম বলেন, আন্তর্জাতিক নারী দিবস শুধু একটি দিন উদযাপনের জন্য নয়। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে, দেশ তথা জাতীর উন্নয়নে চাই নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টা। বৈষম্যহীন এই বাংলাদেশে লিঙ্গ বৈষম্য দূর করতে হবে। নারী ও শিশু নির্যাতন মামলাসমূহের ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে সংহতি জানিয়ে গণমাধ্যমকর্মীরা বলেন, পত্রিকায় সব খবর আসে না। বিশেষ করে অভিযুক্ত ব্যক্তিরা প্রভাবশালী বা তাদের পরিবারের সদস্যদের চাপে অনেক ধর্ষনের তথ্য চাপা পড়ে যায়। কোন কোন ঘটনা আদালত পর্যন্ত গড়ালেও আইনের ফাঁক গলে সত্যিকারের অপরাধী পার পেয়ে যায়। এসময় মানববন্ধনে সংহতি জানিয়ে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন’র সহসভাপতি এবং দৈনিক কালবেলা’র বিশেষ প্রতিনিধি ও বিভাগীয় ব্যুরো চীফ সাইদুল ইসলাম বলেন, ধর্ষনের কিছু কিছু মামলায় আসামীরা গ্রেপ্তার হয়ে জেলও খাটে। কিন্তু পরে জামিনে বের হয়ে এসে ভুক্তভোগীর দারিদ্র্যতাকে পুঁজি করে হুমকি দিয়ে মামলা প্রত্যাহার করায় বা মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করে। এতে অন্য অপরাধীরা সাহস পেয়ে যায়।

মানববন্ধনে নারী ও শিশু নির্য়াতন প্রতিরোধে কর্মরত বেসরকারী স্বেচ্চাসেবী সংগঠনসমূহের মধ্যে অপরোজেয় বাংলাদেশ, এডাব, ইলমা, টিআইবি, ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি), ইপসা, ক্লাইমেট একশন এন্ড ইয়ুথ এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশন (কায়ো) বাংলাদেশ, ইয়ুথ ভয়েস ফর চেঞ্জ, জাগ্রত যুব সামাজিক সংঘ, ঊষার আলো যুব সংঘ, নারী নির্যাতন প্রতিরোধে চট্টগ্রাম জেলা কমিটি, নারী নির্যাতন রোধে সাংবাদিক ফোরাম সংগঠনসমূহের প্রতিনিধিসহ সাধারণ শিক্ষার্থী, তৃণমূলের সাধারণ মানুষ অংশগ্রহন করেন। শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন প্রণয়ন এবং দ্রুত বিচার নিশ্চিত করতে সকলের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজনয়ীতা উল্লেখ করে মানববন্ধনে অংশগ্রহণকারীরা নারী শিশুদের জন্য একটি নিরাপদ এবং সুরক্ষিত সমাজ গড়ে তোলার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।