Skip to main content
ইপসা জাতিসংঘের ”ইকোনোমিক এন্ড সোস্যাল কাউন্সিল” এর কন্সালটেটিভ স্টাটাস প্রাপ্ত একটি সংগঠন

ইপসা-র উদ্যেগে চাঁদপুর জেলার হাজীগঞ্জে ২০টি পরিবারে ছাগল বিতরণ

ইপসা-র উদ্যেগে চাঁদপুর জেলার হাজীগঞ্জের ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নে ২০টি পরিবারে ছাগল বিতরণ
অদ্য ২৭-০৮-২০২৫ ইং স্বায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন(ইপসা)-র উদ্যেগে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর সহায়তায় ২০ টি পরিবারে (প্রতিবন্ধী, বিধবা,স্বামী পরিত্যাক্তা,হতদরিদ্র) ২টি করে মোট ৪০টি ছাগল বিতরণ করা হয়।

ইপসা কাশেমাবাদ শাখায় আয়োজিত ছাগল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব নুরুল আমিন হেলাল, চেয়ারম্যান ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়ন পরিষদ। প্রধান অতিথি হিসেবে ছিলেন ডা. আমেনা আক্তার, হাজীগন্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও বিশেষ অতিথি সর্বজনাব মোঃ হাবিবুর রহমান, প্রধান শিক্ষক, রামচন্দ্রপুর ভূইয়া একাডেমি, সাইদ আখতার, সহকারী পরিচালক, ইপসা, নেওয়াজ মাহমুদ, সহকারী পরিচালক, ইপসা, এডভোকেট মাকসুদ হোসেন, আইনজীবী ও সমাজসেবক।

Alhaj Nurul Amin Helal, Chairman of the 7th Barakul Pashchim Union Parishad

ইপসা সমৃদ্ধি কর্মসূচির সহকারী সমন্বয়কারী কবির ফয়সাল এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জনাব রুবেল উদ্দীন, এরিয়া ম্যানেজার, ইপসা শাহরাস্তি এরিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন সর্বজনাব মিজানুর রহমান, শাখা ব্যবস্থাপক,ইপসা কাশেমাবাদ শাখা, সারোয়ার হেসেন,শাখা ব্যবস্থাপক, ইপসা হাজীগঞ্জ, আনোয়ার হোসেন, সহকারী শাখা ব্যবস্থাপক, ইপসা কাশেমাবাদ শাখা, ইপসা সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী এমদাদুল হক, স্বাস্থ্য কর্মকর্তা শাহনাজ আক্তার প্রমুখ।