ইপসা’র পিকেএসএফ বিডি রুরাল ওয়াস ফর এইচসিডি প্রকল্প এর Excellent Category Awrad অর্জন

১৬ অক্টোবর ২০২৫ইং তারিখে পিকেএসএফ ভবনে অনুষ্ঠিত বিডি রুরাল ওয়াস ফর এইচসিডি প্রকল্পের ৪র্থ বার্ষিক সমন্বয় সভায় ইপসা পিকেএসএফ বিডি রুরাল ওয়াস ফর এইচসিডি প্রকল্প হতে Excellent Category Awrad অর্জন করেছে।
পিকেএসএফ বিডি রুরাল ওয়াস ফর এইচসিডি প্রকল্প এর গাইডলাইন অনুসারে নভেম্বর ২০২৪ হতে এপ্রিল ২০২৫ পর্যন্ত ৬ মাস পর্যন্ত প্রকল্পের স্যানিটেশন ক্যাটালগ অনুযায়ী শাখা প্রতি কমপক্ষে ১৮০টি নিরাপদ ব্যবস্থাপনায় দুই গর্ত বিশিষ্ট টয়লেট স্থাপন করতে সক্ষম হওয়া পিকেএসএফ এর ৩০টি সহযোগী সংস্থার ১০৪ টি শাখাকে সভায় সেরা শাখা সম্মাননা প্রদান করে। অুনষ্ঠানে ইপসা’র হাটহাজারী, সুলতানপুর, মোগলের হাট, সীতাকুণ্ড ও মরিয়মনগর এই ৫টি সেরা শাখা সম্মননা পুরস্কার অর্জন করে। ইপসা হাটহাজারী, সুলতানপুর, মোগলের হাট শাখার ব্যবস্থাপকগন পিকেএসএফ-১ এর আগারগাও কার্যালয়ে উপস্থিত থেকে এ্যাওয়ার্ড গ্রহণ করেন।
অনুষ্ঠানে জনাব মো. ফজলুল কাদের, মাননীয় ব্যবস্থাপনা পরিচালক, ড. মোঃ জসীম উদ্দিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, জনাব মশিয়ার রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক, জনাব মুহাম্মদ হাসান খালেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক, পিকেএসএফ, রোকেয়া আহমেদ, সিনিয়র ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন স্পেশালিষ্ট, বিশ্বব্যাংক এবং জনাব মো: আবদুল মতিন, মহা-ব্যবস্থাপক কার্যক্রম ও প্রজেক্ট কো-অর্ডিনেটর বিডি রুরাল ওয়াস ফর এইচসিডি এর কাছ থেকে এক্সেলেন্স ক্যাটাগরি অ্যাওয়ার্ড গ্রহণ করেন ইপসা’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মো: আরিফুর রহমান ও পরিচালক (অর্থনৈতিক উন্নয়ন) মো: মনজুর মোরশেদ চৌধুরী এবং হাটহাজারী শাখা, সুলতানপুর শাখা, মোগলের হাট শাখার ব্যবস্থাপকগণ।
ইপসা’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মো: আরিফুর রহমান পুরস্কার প্রাপ্ত শাখা সমূহকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে অগ্রগতির এই ধারা অব্যাহত রাখার পরামর্শ প্রদান করেন।