”সমবায় ব্যাংক যদি হতে পারে, প্রবাসী কল্যাণ ব্যাংক হতে পারে – তাহলে মাইক্রো ক্রেডিট ব্যাংক নয় কেন?” অর্থ প্রতিমন্ত্রী জনাব এম. আবদুল মান্নান
গত ১৩ ডিসেম্বর ২০১৪ তারিখে ইপসা এবং ক্রেডিট এন্ড ডেভেনপমেন্ট ফোরাম (সিডিএফ) এর যৈথ উদ্যোগে চট্টগ্রামে সেন্ট মার্টিন হোটেলে ”সুনির্দিষ্ট অঞ্চলে টেকসই উন্নয়নের জন্য ব্যাংক এবং ক্ষদ্রঋণ প্রদানকারী সংস্থাসমহের মধ্যে সমন্বয়” বিষয়ক আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ প্রতিমন্ত্রী জনাব এম. আবদুল মান্নান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান জনাব খন্দকার মাজহারুল হক।
সম্মেলনে ‘চট্টগ্রাম বিভাগে কর্মরত এম.এফ.আই.-দের সমস্যা, সম্ভাবনা এবং সুপারিশ’ বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইপসা’র প্রধান নির্বাহী জনাব মো: আরিফুর রহমান এবং অনুষ্ঠান সঞ্চালনের দায়িত্বে ছিলেন সিডিএফ এর চেয়ারম্যান জনাব মোশারফ হোসেন।
সম্মেলনে প্রধান অতিথি মাননীয় অর্থ প্রতিমন্ত্রী জনাব এম. আবদুল মান্নান বলেন, সমবায় ব্যাংক যদি হতে পারে, প্রবাসী কল্যাণ ব্যাংক হতে পারে – তাহলে মাইক্রো ক্রেডিট ব্যাংক নয় কেন? তিনি এক্ষেত্রে ক্ষদ্রঋণ প্রদানকারী সংস্থাসমূহ বিশেষ সুবিধা যাতে পেতে পারে, সেত্রে সরকারী নীতি নির্ধারক পর্যায়ে সুনির্দিষ্টভাবে প্রস্তাব পেশ করবেন বলে জানান।
সম্মানিত অতিথি বাংলাদেশ মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি -এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান জনাব খন্দকার মাজহারুল হক যেসব সংস্থা পিকেএসএফ বা অন্য কোন দাতা সংস্থার আওতায় নেই, সেসব সংস্থা যাতে এমআরএ থেকে ফান্ড পেতে পারে, সেই বিষয়ে মাননীয় অর্থপ্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন।
সম্মানিত অতিথি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব মিজানুর রহমান জোয়ার্দার বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ প্রদানের এক্ষেত্রে অনেক নিয়ম কানুন আছে, যা ক্ষদ্রঋণ প্রদানকারী সংস্থাসমূহের জন্য কঠিন ব্যাপার। এক্ষেত্রে ক্ষদ্রঋণ প্রদানকারী সংস্থাগুলোর জন্য নতুন নীতিমালা প্রণয়ন করতে হবে। এক্ষেত্রে তিনি মাননীয় অর্থ প্রতিমন্ত্রীর দৃষ্টি আর্কষন করেন।
সম্মেলনে আতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, জনাব এমরানুল হক চৌধুরী, ইডি, উদ্দিপন, জনাব আব্দুল আওয়াল, ইডি, সিডিএফ, জনাব লোকমান হাকিম, ইডি, পেইজ, জনাব রফিত আহমেদ, সিই, মমতা, জনাব জহিরুল আলম, ইডি, আইডিএফ, জনাব আব্দুল আওয়াল, ইডি, এনআরডিএস, এবং জনাবা মনোয়ারা বেগম, ইডি, প্রত্যাশী।
অনুষ্ঠানে চট্টগ্রামে বিভিন্ন ক্ষদ্রঋণ দানকারী সংস্থা এবং বিভিন্ন ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।