Skip to main content
ইপসা জাতিসংঘের ”ইকোনোমিক এন্ড সোস্যাল কাউন্সিল” এর স্পেশাল কন্সালটেটিভ স্টাটাস প্রাপ্ত একটি সংগঠন

আর্থিক অন্তর্ভুক্তি তথা টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে ক্ষুদ্র অর্থায়ন সংস্থাসমূহের ভূমিকা শীর্ষক আঞ্চলিক সম্মেলন ২০১৯ অনুষ্ঠিত

সিডিএফ এর আয়োজনে এবং চট্টগ্রামের এনজিও সমূহের সহযোগিতায় ২১ সেপ্টেম্বর ২০১৯ চট্টগ্রাম অফিসার্স ক্লাব মিলনায়তনে আর্থিক অন্তর্ভুক্তি তথা টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে ক্ষুদ্র অর্থায়ন সংস্থাসমূহের ভূমিকা শীর্ষক আঞ্চলিক সম্মেলন ২০১৯ অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব এম.এ. মান্নান, সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর প্রফেসর ড. আতিউর রহমান

বিশেষ অতিথি ছিলেন এমআরএ’র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান জনাব অমলেন্দু মুখার্জী, সভাপতি ছিলেন ব্র্যাক এর সিনিয়র উপদেষ্টা ও মাননীয় প্রধানমনত্রীর সাবেক মূখ্য সচিব জনাব মো: আবদুল করিম, সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইএনএম, ঢাকা’র নির্বাহী পরিচালক ড. মোস্তফা কে. মুজেরী, অতিথি হিসেবে আরো বকতব্য রাখেন ইপসা’র প্রধান নির্বাহী মো: আরিফুর রহমান, আইভিএফ এর নির্বাহী পরিচালক জনাব জহিরুল আলম, মমতার প্রধান নির্বাহী জনাব আলহাজ্ব রফিক আহামদ, পেইজ ডেভেলপমেনট সেন্টার এর নির্বাহী পরিচালক জনাব লোকমান হাকিম, অন্তর এর প্রধান উপদেষ্টা জনাব মো: এমরানুল হক চৌধুরী, বুরো বাংলাদেশের পরিচালক( অর্থ) জনাব মো: মোশারফ হোসেন, কোডেকের উপ নির্বাহী পরিচালক জনাব কমল দাশগুপ্ত এবং ঘাসফুলের প্রধান নির্বাহী জনাব আলতাবুর রহমান জাফরী। এছাড়া সম্মেলনে চট্টগ্রাম বিভাগের প্রায় ১৫০ প্রতিনিধি অংশগ্রহন করেন।