ইপসা’র সিনিয়ার ম্যানেজমেন্ট টিমের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন
মিয়ানমারের রাখাইনে সহিংসতা, খুন, ধর্ষণ, নির্যাতনের কারণে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প কুতুপালং, বালুখালী, পানবাজার, উনচিপ্রাং ইত্যাদি এলাকাগুলোতে বেসরকারি সমাজ উন্নয়ন ও স্বেচ্ছাসেবী সংস্থা ইপসা’র প্রধান নির্বাহী মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে ইপসা’র সিনিয়ার ম্যানেজমেন্টের আরেকেটি টীম গত ১৬.০৯.২০১৭ তারিখে ভিজিটি করে।
এখানে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে বেশীরভাগই শিশু। জাতিসংঘের তথ্য মতে আশ্রয় নেওয়া মোট রোহিঙ্গা জনগোষ্ঠীর ৬০ ভাগ শিশু। এমুহুর্তে সবচেয়ে বেশী প্রয়োজন পানি ও টয়লেটের (ওয়াটার এন্ড স্যানিটেশন) ব্যবস্থা করা। প্রতিবন্ধী রোহিঙ্গা শরণার্থী, নির্যাতিত নারী, প্রসূতি, গর্ভবতী মা’দের জন্য খুব বেশী সহযোগিতা প্রয়োজন।
ইপসা এ বিষয়টিকে সামনে রেখে বালুখালী, উনচিপ্রাং, মইনারগোনা ইত্যাদি এলাকায় স্বল্পমেয়াদী ভিত্তিতে গভীর ও অগভীর নলকূপ, টয়লেট স্থাপন, চিকিৎসা সেবা কেন্দ্র এবং নারী বান্ধব কেন্দ্র (উইমেন ফ্রেন্ডলি স্পেস) করার পরিকল্পনা গ্রহন করেছে।