সীতাকুণ্ডে বিশ্ব সাদা ছড়ি ও নিরাপত্তা দিবস ২০১৭ পালন
বিশ্ব সাদা ছড়ি ও নিরাপত্তা দিবস ১৫ ই অক্টোবর প্রতিবছর দৃষ্টি প্রতিবন্ধী লোকের কৃতিত্বকে তুলে ধরতে এবং সাধারন মানুষকে মনে করিয়ে দেয় যে, দৃষ্টি প্রতিবন্ধী বক্তিদের উন্নয়ন, তাদের আত্ব নির্ভরশীলতার ও স্বাধীনভাবে চলাফেরার জন্য প্রতিবছর ১৫ ই অক্টোবর বিশ্বব্যাপী সাদা ছড়ি ও নিরাপত্তা দিবস পালন করা হয়। প্রতিবছরের ন্যায় এবছরও পিকেএসএফ এর সহযোগিতায় ইপসা ও ফেডারেশন অব ডিপিও সীতাকুণ্ড যৌথভাবে ইপসা মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রে দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভার আয়োজন করেন।
সীতাকুন্ড ফেডারেশনের সভাপতি মো: নুর নবী সভাপতিত্বে আলোচনা সভা ও র্যালীতে ইপসা সীতাকুণ্ডের ফোকাল পারসন শাহ সুলতান শামীম উপসি’ত ছিলেন। নেওয়াজ মাহমুদ, সমন্বয়কারী ইপসা, মো: দিদারুল ইসলাম এরিয়া ম্যানেজার ইপসা, মো: জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক সীতাকুন্ড ফেডারেশন অফ ডিপিও, মিসেস জেসমিন আক্তার এবং সীতাকুন্ড ফেডারেশন অফ ডিপিও’র ,নজরুল ইসলাম আলোচনায় অংশগ্রহন করেন। দিবস উপলেক্ষ্যে আয়োজিত র্যালী ও আলোচনা সভায় প্রায় ১২০ জন প্রতিবন্ধী ব্যক্তি, সাধারন মানুষ ও ইপসা কর্মকর্তা ও কর্মী অংশগ্রহন করেন।
দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের গতিশীলতাসহ সাধারন জনগনের দৃষ্টিভঙ্গী পবির্তনের জন্য জন্য স্বীকৃত এবং এলাকার বিভিন্ন কর্মকান্ডে তাদের আরো সক্রিয় অংশগ্রহণের সুযোগ দানে এই সাদা ছড়ি। অন্ধত্ব ও দৃষ্টি শক্তির প্রতীক হিসাবে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য সাদা ছড়ি গ্রহন করা হয়।