সীতাকুণ্ডে কমিউনিটি সংলাপে প্রধান তথ্য কমিশনার গোলাম রহমান
গতকাল ৬ নভেম্বর ২০১৭, বিএনএনআরসি ও এফ এন এফ এর সহযোগীতা রেডিও সাগর গিরি আয়োজনে তথ্য অধিকার আইন ২০০৯ নিয়ে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয় সীতাকুণ্ড জেলা পরিষদ অডিটোরিয়ামে। এই সংলাপে মূল উদ্দেশ্য হল তথ্য প্রবেশধিকারের মাধ্যমে গ্রামীন জনগোষ্ঠীর জীবন ও জীবিকা উন্নয়ন। উক্ত কমিউনিটি সংলাপে প্রধান অতিথি হিসাবে উপসি’ত ছিলেন মাণনীয় প্রধান তথ্য কমিশনার প্রফেসর ড.মোঃ গোলাম রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপসি’ত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম ভূইয়া,বিএনএনআরসি প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান,এফ এন এফ এর প্রতিনিধি জনাব ওমর মোস্তাফিজ, পৌর মেয়র আলহাজ্ব বদিউল আলম, ৪নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী প্রমুখ।
উক্ত সংলাপে সঞ্চলনা দায়িত্বে ছিলেন বিজয় স্মরণী বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষ জনাব জাহাঙ্গীর আলম এবং প্যানালিষ্ট হিসেবে উপসি’ত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুল নাহার নেলী, প্রেস ক্লাবের সভাপতি এম সেকান্দর হোসেন, নারী নেত্রী সুরাইয়া বাঁকের, মাহাবুবাদ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ হাবিব উল্ল্যাহ। উক্ত অনুষ্ঠানে সাগর গিরি ষ্টেশন ম্যানাজার শাহ্ সুলতান শামীম এর উপস’াপনা শুভেচ্ছা বক্ত্যব রাখেন সাগর গিরি প্রযোজক সঞ্জয় চৌধুরী। প্রধান অতিথি বলেন সরকারী কর্মচারী যারা সরকারী চাকুরী করছেন জনগনের উদ্দেশ্য সেগুলো জনগনের জানার অবশ্য অধিকার আছে সে কিভাবে তথ্য দিবে এটা তথ্য অধিকার । এবং বিভিন্ন প্রতিষ্ঠান জনগের সেবা দেওয়া বাধ্য।