ইপসা’র প্রধান নির্বাহীকে মাতৃভূমি ফাউন্ডেশন’র পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান।
স্থায়ীত্বশীল উন্নয়ন সংগঠন ইপসা’র প্রধান নির্বাহী মো: আরিফুর রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন’র সাধারণ পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় এক সন্মাননা প্রদান করা হয়। ১৪ নভেম্বর চট্টগ্রাম নগরীর ‘মাতৃভূমি ফাউন্ডেশন’ কার্যালয়ে শনিবার মাতৃভূমি ফাউন্ডেশন’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাতৃভূমি ফাউন্ডেশন’র সভাপতি আনোয়ার ইসলাম বাপ্পি।
সন্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো আরিফুর রহমান আরো বলেন, সকলের সম্মন্বিত ও অংশীদারীত্বের ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করলে দেশের অগ্রগতি তরান্বিত হবে। তিনি মাতৃভূমি ফাউন্ডেশন’র মাদক বিরোধী কার্যক্রম, স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম, স্বারতা কার্যক্রম সহ সকল সমাজ কল্যানমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
সভাপতির বক্তব্যে আনোয়ার ইসলাম বাপ্পি বলেন, মানুষের জন্য কাজ করার স্বপ্ন ইচ্ছা ও জনশক্তি সবই মাতৃভূমি ফাউন্ডেশন’র আছে। আমাদের দরকার একজন মেন্টর। তিনি ইপসা’র প্রধান নির্বাহীকে মাতৃভূমি ফাউন্ডেশন’র মেন্টর হিসেবে সহযোগিতা করার অনুরোধ করেন ।
বিশিষ্ঠ আবৃত্তিকার সাহেদুল ইসলাম সুজন’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাতৃভূমি ফাউন্ডেশন’র সাধারণ সম্পাদক সিরাজুল মামুন, সহ সভাপতি শফিউল আজম, অর্থ সম্পাদক আলমগীর, নির্বাহী পরিচালক ইউসুফ আকবর মোহাম্মদ, পরিচালক কাজী আহসান ইকবাল মন্জুর, নোমান উল্লাহ বাহার, সামসুদ্দিন টগর এবং ইপসা’র সিনিয়র প্রোগ্রাম অফিসার মোঃ ওমর শাহেদ হিরো।
মাতৃভূমি ফাউন্ডেশন’র সহযোগি সংগঠন স্মার্ট বাংলাদেশ সদস্যদের সাথে মত বিনিময়কালে মোঃ আরিফুর রহমান বলেন, তামাক ও মাদকের আগ্রসন থেকে যুব সমাজকে সুরা করতে হবে। স্মার্ট বাংলাদেশ’র প থেকে বলা হয়, অতি সম্প্রতি চট্টগ্রাম শহরে সকল থান্ াও ওয়ার্ডে যুবদের সম্পৃক্ত করে স্মার্ট বাংলাদেশ’র প হতে তামাক ও মাদক বিরোধী কমিটি গঠন করা হবে। যুবদের জন্য যুবদের সম্পৃক্ত করে তামাক ও মাদক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে।
ইপসা স্মার্ট বাংলাদেশ’ এর তামাক ও মাদক বিরোধী সামাজিক আন্দোলন কার্যক্রমে সকল প্রকার সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় সরকারের পাশাপাশি যাদের অকৃত্রিম ভূমিকা রয়েছে তার মধ্যে এনজিও’দের কার্যক্রম অন্যতম বলে তিান সম্মাননা স্মারক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অভিমত ব্যক্ত করেন ।