Skip to main content
ইপসা জাতিসংঘের ”ইকোনোমিক এন্ড সোস্যাল কাউন্সিল” এর স্পেশাল কন্সালটেটিভ স্টাটাস প্রাপ্ত একটি সংগঠন

ইপসা’র রোহিঙ্গা রেসপন্স প্রোগ্রাম পরিদর্শনে ইউএসএ’র রাষ্ট্রদূত মিলার

ইপসা’র রোহিঙ্গা রেসপন্স প্রোগ্রাম পরিদর্শনে ইউএসএ’র রাষ্ট্রদূত মিলার

ইউএসএ’র রাষ্ট্রদূত মিলার (Mr. Earl R. Miller) গত ১৯ সেপ্টেম্বর, ২০২১ তারিখে স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা রোহিঙ্গা রেসপন্স প্রোগ্রামের আওতায় সেভ দ্যা চিলড্রেন’র সহযোগিতায় পরিচালিত ইপসা এডুকেশন ইন ইমারেজেন্সী (ইআইই) কার্যক্রমের লার্নিং সেন্টার পরিদর্শন করেন। রাষ্ট্রদূত মিলার লার্নিং সেন্টারের ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের সাথে কথা বলেন। তিনি করোনা মহামারীর এ সময়ে স্কুল বন্ধ থাকায় বাড়িতে লেখাপড়া কিভাবে চালিয়ে সি বিষয়ে জানতে চান। স্কুল খোলার পর যেসব শর্ত বা নিয়ম-কানুন মানতে হবে সে বিষয়ে কথা বলেন। তিনি লার্নিং সেন্টারের পরিবেশ এবং অনেক দিন বন্ধ থাকার পর খোলার প্রস্তুতি বিষয়ে ইপসা’র কাছে জানতে চান এবং লেখাপড়ার পরিবেশ বজায় রাখার বিষয়ে আলোচনা করেন।

Group photo with visitors

পরিদর্শনকালে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তা, সেভ দ্যা চিলড্রেন’র পরিচালক মাহিন চৌধুরী, ইপসা’র হেড অব রোহিঙ্গা রেসপন্স প্রোগ্রাম মোহাম্মদ শহিদুল ইসলাম, ইপসা’র অব রোহিঙ্গা রেসপন্স কোঅর্ডিনেটর যীশু বড়ুয়া এবং ইপসা এডুকেশন ইন ইমারেজেন্সী (ইআইই) কার্যক্রমের প্রকল্প সমন্বয়কারি ওবাইদুল হক শামীম উপস্থিত ছিলেন।

Visitors inside the Learning Center

Group photo