সীতাকুণ্ডে উদ্ভাবনী কাজে উৎসাহ দিচ্ছে বিএনএফ

উদ্ভাবনী কাজের উৎসাহ দিতে,পরিচিতি হতে, কাজের প্রত্যাশা ও সমস্যা বিষয়ে অবগত হতে সীতাকুণ্ডে মাঠ পর্যায়ে ইপসার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করতে আসেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) পরিচালনা পরিষদের সদস্য ও সাবেক অতিরিক্ত সচিব ড. ভুবন চন্দ্র বিশ্বাস।
দুই দিন ব্যাপী পরিদর্শনের দ্বিতীয় দিন সকালে সীতাকুণ্ড কোর অফিস বীর মুক্তিযোদ্ধা ডা: এখলাস উদ্দিন মিলনায়তনে ইপসার কর্মকর্তাদের সঙ্গে বিএনএফ এর মতবিনিময়সভা উপরোক্ত কথাগুলো বলেন। এতে ড. ভুবন চন্দ্র বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) ইডিপির অর্থনৈতিক উন্নয়ন বিভাগের পরিচালক মোঃ মনজুর মোরশেদ চৌধুরী।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)এর সহযোগিতায় বাস্তবায়িত প্রকল্প ও কর্মসূচিসমূহের উপর প্রজেক্ট উপস্থাপন করেন ইপসা প্রোগ্রাম অফিসার সাদিয়া তাজিন ও সীতাকুণ্ড ইপসা এরিয়া ম্যানেজার মহসিন মিঞা।