এনজিও বিষয়ক ব্যুরোর উপ-পরিচালক (নিরীক্ষা ও পরিদর্শন ) জনাব এস এম জামাল আহমেদ মহোদয়ের ইপসার কার্যক্রম পরিদর্শন

১৮ই ডিসেম্বর: ইপসা-র প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে এনজিও বিষয়ক ব্যুরোর উপ-পরিচালক (নিরীক্ষা ও পরিদর্শন ) জনাব এস এম জামাল আহমেদ মহোদয়ের সাথে ইপসার কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মো: আরিফুর রহমান সভায় জানান ইপসা সরকারের সম্পুরক সহযোগী সংগঠন হিসাবে প্রতিটি পরিকল্পনায় সংযুক্ত ও সমন্বয় করে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম গ্রহন ও সক্রিয়ভাবে বাস্তবায়ন করে থাকে।

এনজিও বিষয়ক ব্যুরোর সম্মানীত উপ-পরিচালক মহোদয় মতবিনিময় সভায় বলেন বর্তমানে এনজিও ব্যুরো-র প্রশাসনিক কার্যক্রম ও প্রক্রিয়া গুলোকে আরো সহজ ও সময়োপযোগী করে সম্পূর্ণ ডিজিটালাইজড করার প্রক্রিয়া চুড়ান্ত করেছে। এনজিওদের পরামর্শ মোতাবেক বিভিন্ন অনুমোদন ও মনিটরিং প্রক্রিয়াগুলোকে সহজীকরণ করা হচ্ছে। এনজিও ব্যুরো বর্তমানে সহযোগী সংগঠনগুলোকে সর্বাত্নক সহযোগিতা ও সমন্বয় করার মাধ্যমে বাংলাদেশে বৈদেশিক সহায়তা কার্যক্রমে আরো গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়নের চেষ্টা করছে।

উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা মোহাম্মদপুর বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মিসেস জামাল আহমেদ, ইপসার পরিচালক(অর্থ) পলাশ চৌধুরী, পরিচালক(অর্থনৈতিক উন্নয়ন) মনজুর মোরশেদ চৌধুরী, পরিচালক (কেএমফরডি) মোহাম্মদ শাহজাহান ও অন্যান্য উদ্ধর্তন কমকর্তাবৃন্দ।
